Site icon Trickbd.com

Telegram – এ Screenshot Restrictions রিমুভ করুন । যেকোনো Restricted কন্টেন্ট স্ক্রিনশট নিতে পারবেন ।

আসসালামু আলাইকুম!

আজকের এই টিউটোরিয়াল এ আমি দেখাবো কিভাবে টেলিগ্রাম এ স্ক্রিনশট রেস্ট্রিকশন রিমুভ করবেন। 

 

বিভিন্ন চ্যানেলে, চ্যাট বা ইনবক্স এ স্ক্রিনশট রেস্ট্রিকশন দেওয়া থাকে , ফলে ওইসব কন্টেন্ট এর স্ক্রিনশট নেওয়া যায় না । আজকে এই রেস্ট্রিকশন রিমুভ করে দেখাব ।

 

 

এর আগের পোস্টে দেখিয়েছিলাম কিভাবে GHOST CHATTING MODE ENABLE করবেন ।

পোস্ট লিঙ্ক : https://trickbd.com/android-tips/1608361

 

তো চলুন শুরু করি ।

 

প্রথমে আপনাকে টেলিগ্রাম অ্যাপ টি MT Manager দিয়ে এক্সট্র্যাক্ট করে নিতে হবে । আমার পূর্বের পোস্ট গুলোতে কিভাবে অ্যাপ এক্সট্র্যাক্ট করতে হয় এবং .apks – .apk তে কনভার্ট করতে হয় সেটা দেখানো হয়েছে ।

 

পোস্ট লিঙ্কস :

https://trickbd.com/android-tips/1606477

https://trickbd.com/android-tips/1603984

 

সব কিছু হয়ে গেলে

MT Manager ওপেন করেন।

/storage/emulated/0/MT2/apks/

 

এই ফোল্ডার থেকে এক্সট্র্যাক্ট করা টেলিগ্রাম ওপেন করুন

ক্লিক করে View তে ক্লিক করুন ।

 

 

যেকোনো একটি dex এ ক্লিক করুন।

 

 

সবগুলো টিক দিয়ে ok

 

 

Search এ যান ।

 

 

 

প্রয়োজনীয় কোড গুলো আমি পোষ্টের শেষে দিয়ে দিবো। 

এখানে শুধু দেখে রাখুন কি কি সার্চ করা হয়েছে।

 

এটি search করলে ১ টি রেজাল্ট আসবে।

 

ক্লিক করুন।

 

এই জায়গায় পরিবর্তন করতে হবে।

0x2000 কে 0x0 করে দিবেন।

 

ব্যাক আসুন।

আবার সার্চ এ গিয়ে, Start A new Search এ ক্লিক করুন।

 

 

এবারও একটি কোড লিখে সার্চ করতে হবে। পোষ্টের শেষে পেয়ে যাবেন। জাস্ট দেখে রাখুন কি কি সিলেক্ট করা হয়েছে ।

 

Ok তে ক্লিক করবেন।

 

 

সার্চ করলে ৩ টি রেজাল্ট আসবে।

 

প্রথম টি তে ক্লিক করুন ।

 

 

পূর্বের মতো এই জায়গার পরিবর্তন করে 0x0 করে দিবেন ।

 

 

ব্যাক আসুন ।

 

 

২য় রেজাল্ট এ ক্লিক করুন ।

 

 

এখানেও সেম কাজ ।

 

 

0x0 করে দিবেন ।

 

ব্যাক আসুন

৩য় রেজাল্ট এ ক্লিক করুন ।

 

 

এবারও সেম।

 

 

মানে সবগুলোই 0x2000 থেকে 0x0 করে দিবেন।

 

 

কাজ শেষ। ব্যাক আসুন । সেভ করুন ।

 

 

এখানে অটো সাইন এ ক্লিক করে ok ক্লিক করুন ।

এবং অ্যাপ টি ইন্সটল করুন ।

দেখুন কাজ হয় কিনা ।

 

প্রয়োজনীয় কোড:

 
কোড লিংক

 

প্রয়োজনীয় টুলস :

 

টুলস লিংক

 

আজ এই পর্যন্তই!

 

যেকোনো রকমের প্রিমিয়াম জিনিস ফ্রীতে পেতে

Join AndTricksBD

 

রমযানুল মোবারক!