আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। সবাইকে আবারো ঈদ মোবারক জানিয়ে আজ থেকে আরো পোস্ট করা শুরু করলাম। ASIA VPN Modding Post করার পর অনেকই আমার কাছে এই এ্যাপটিও চেয়েছিল তো আজকে আপনাদের আশা পূরণ হওয়ার দিন। তো চলুন কথা না বারিয়ে শুরু করা যাক…………….
আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি
[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]
এই এ্যাপটি মুড করার জন্য Lucky Patcher এ্যাপ ইন্সটল করে নিতে হবে।
[আগেই বলে রাখি এই এ্যাপটি প্রিমিয়াম ব্যবহার করার জন্য Lucky Patcher আপনার ফোনে অবশ্যই ইন্সটল থাকতে হবে, শুধু তাই নয় যে ব্যক্তি এটি Lucky Patcher দিয়ে প্রিমিয়াম বানাবে শুধু সেই ব্যক্তিই ব্যবহার করতে পারবে অন্য কেউ পারবে না। অতএব আমার কাছে আমার কাছ থেকে মুডিং এ্যাপটি চাইবেন না কারণ দিতে পারবো না]
- প্রথমে PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর Lucky Patcher টি ওপেন করুন উপরে দেখতে পাচ্ছেন আপনার ইন্সটলকৃত এ্যাপটি ওটাতে ক্লিক করুন।
- এরপর Menu of Parches লিখাতে ক্লিক করুন।
- তারপর APK with multi patch লিখাতে ক্লিক করুন।
- নিচের স্ক্রিনশটে দেখানো সবগুলো চেক বক্সে ক্লিক করুন।
- এরপর Rebuild The app লিখাতে ক্লিক করুন।
- এই পেইজে আপনাকে কিছুই করতে হবে না শুধু Next Step ক্লিক করুন।
- এই পেইজে শুধু Next Step ক্লিক করুন।
- এখানে সবার উপরে Support patch for LVL and lnapp emulation লিখাতে টিক দিন।
- নিচে দেখানো জায়গাতে ক্লিক করুন এবং এই পেইজেই একটু নিচে গিয়ে যতগুলো হলুদ লিখা দেখতে পাবেন সবগুলোতে ক্লিক করুন [যেটাতে ক্লিক করবেন সেটা লাল হয়ে যাবে।]
- এখন নিচে Rebuild The app লিখাতে ক্লিক করুন।
- Rebuild হওয়া মাঝখানে একটি Warning Messages দেখতে পাচ্ছেন। ভয় পাবার কারণ নেই এখানেই বলা আছে যে, যে ফোনে Lucky Patcher install করা আছে শুধু সেই ব্যক্তির প্রিমিয়াম ব্যবহার করতে পারবে- আপনি শুধু ওকে করুন।
- app Rebuild হওয়ার পর নিচে Go to file ক্লিক করুন।
- এরপর নিচে Reinstall ক্লিক করুন। Reinstall ক্লিক করলে আগের এ্যাপটি Uninstall হয়ে আবার Modify কৃত এ্যাটি Install হবে।
- Reinstall হওয়ার সময় নিচে দেখানো একটি মেসেজ দেখাবো আপনি শুধু চেক বক্স উঠিয়ে দিয়ে Yes করুন।
- এ্যাপটি হন্সটল হওয়ার পর উপরে দেখানো প্রিমিয়াম আইকনে ক্লিক করুন।
- নিচে থেকে yearly অপশনটি সিলেক্ট করুন ও সাবক্রাইব বাটনে ক্লিক করুন।
- নিচে দেখুন প্রিমিয়াম হয়ে গেছে। [প্রিমিয়াম ফিউচার ব্যবহার করার সময় যদি কখনো প্রিমিয়াম ফিউচারটি নষ্ট হয়ে যায় তাহলে yearly অপশনটি সিলেক্ট করুন ও সাবক্রাইব বাটনে ক্লিক করবেন তাহলে আবার প্রিমিয়াম হয়ে যাবে।]
[যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।]
[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।