আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। Photoshop Express Photo Editor নিয়ে তেমন কিছু বলার নাই এই এ্যাপটি সম্পর্কে প্রায় সকলেই জানে। তো চলুন শুরু করা যাক।

 

আমি শিখি, আমি শেখায়, আমি পৃথিবীতে অজ্ঞ এসেছিলাম তাই জ্ঞান অজর্ন করি

 

Modding App Downlead

  • এই এ্যাপটি দুটি ধাপে প্রিমিয়াম বানাতে হবে প্রথমে ব্যবহৃত ফিউচার গুলো এবং দ্বিতীয় ধাপে Signup অপশন।
  • প্রথমে আপনি Playstore থেকে এ্যাপটি ডাউনলোড করে নিবেন।
  • Playstore থেকে এ্যাপটি ডাউনলোড করার পর MT Manager দিয়ে  Extract করে নিবেন। Extract করার পর apks নামের একটি ফাইল আসবে ওটা শুধু apk বানিয়ে নিবেন। apk বানানোর জন্য Antisplit VIP, Antisplit X, NP Manager যে কোন একটি ব্যবহার করতে পারেন।

  • apk বানানো হয়ে গেলে MT Manager গিয়ে ক্লিক করে View করুন।

  • যে কোন একটি Classes.dex ফাইলে ক্লিক করুন।

  • Dex Editor Plus সিলেক্ট করুন।

  • Select all ok

  • নিচে Strings থেকে Filter বক্সে লিখুন purchase ওকে করুন।

  • নিচে Purchase_success নামের একটি কোড আসবে ওটাতে ক্লিক করে Search করুন।

  • নিচে সবার উপরে যে কোড আছে ওটাতে ক্লিক করুন।

  • কোডে ক্লিক করার পর একটু উপরে গিলে নিচে দেখানো Method গিয়ে goto করুন।

  • নিচে দেখানো জায়গাটি ফাকা থাকবে ওখানে Premium code দিয়ে সেভ করুন।

Premium code is:

const/4 v0, 0x1

return vo

  • প্রথম ধাপ শেষ ২য় ধাপ করার জন্য আবার Strings থেকে Filter বক্সে লিখুন SignUp লিখে ওকে করুন।

  • নিচে ‍SignUpSuccess নামের যে কোড আসবে আছে ওটাতে ক্লিক করে Search করুন।

  • আবারো উপরের কোডে ক্লিক করুন।

  • নিচে দেখানো Method গিয়ে আবার goto করুন।

  • goto করার পর উপরে কম্পাস আইকনে ক্লিক করুন।

  • সবার নিচে যে কোডটি পাবেন ওটাতে চেপে ধরে Clear Code লিখাতে ক্লিক করুন।

  • এখন নিচে প্রিমিয়াম করে সেভ করুন।

  • নিচে দেখুন প্রিমিয়াম হয়ে গিয়েছে।

 

[যদি কেউ পোস্ট পড়ে মুড করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।]

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

মুড করতে না পারলে নিচ থেকে মুডকৃত এ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

Download

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

5 thoughts on "Photoshop Express Photo Editor প্রিমিয়াম বানিয়ে নিন।"

    1. trickbdforme Author Post Creator says:
      আপনি যেই লিং দিয়েছেন এটা Trial আপনাকে একটা বিষয় বুঝতে হবে Pro & Trial যখন আলাদা আলাদা app হয় তখন Trial Version যতই প্রিমিয়াম করেন না কেন কোন লাভ নাই। আপনাকে Pro Version আলাদা ভাবে কিনতে হবে। সাধারণত সবসময় এরকমই হয়। তারা যখন app develop করে তখন Crack এর বিষয় মাথায় নিয়ে Pro Version আলাদা ভাবে develop করেছে।
  1. monjil49 Contributor says:
    ata onek Valo chilo vai
    1. trickbdforme Author Post Creator says:
      Thanks 😊
    2. monjil49 Contributor says:
      @trickbdforme

      notun akti post ar Jonno opekkay roilam bro

Leave a Reply