৩) এরপর “Manage Your Google Account” এ ক্লিক করুন।
৪) এরপর “Data & Privacy” তে ক্লিক করুন।
৫) এরপর নিচের দিকে Scroll করুন। “Delete Your Google Account” এ ক্লিক করুন।
৬) এরপর আপনি আপনার গুগল একাউন্টটির Password দিয়ে Next এ ক্লিক করুন।
৭) এরপর আপনি চাইলে একাউন্টের সবকিছুই ডাউনলোড করতে পারবেন। এবং শেষে স্ক্রল করে গিয়ে “Yes, I Acknowledge etc etc” এবং পরের “Yes I acknowledge etc etc” তে টিক মার্ক দিয়ে “Delete Your Account” এ ক্লিক করবেন।
এভাবেই আপনি আপনার গুগল একাউন্টটি পার্মানেন্টলি আজীবনের জন্যে ডিলিট করতে পারবেন।
তাহলে বুঝে গেলেন আশা করছি কিভাবে আপনি আপনার গুগল একাউন্টটি ডিলিট করতে পারবেন। অনেকেই জানে না এটি সম্পর্কে। এই ব্যাসিক সিরিজে আমরা ইন্টারনেটের ব্যাসিক জ্ঞানগুলো অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তাই যারা এগুলো আগে থেকেই জানতেন তারা কমেন্ট বক্সে এসে জ্ঞান দিবেন না। আমার কথায় কোনো সমস্যা হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ধন্যবাদ
ট্রিকবিডির সাথেই থাকুন।
THIS IS 4HS4N
LOGGING OUT…