Site icon Trickbd.com

আপনার ফোনের স্ক্র্যাচ দূর করুন

Unnamed

নানা কারনে আমাদের ফোনে বিশেষ করে ফোনের স্ক্রিনে স্ক্র্যাচ পড়তে পারে। আমাদের পকেটে ফোনের পাশাপাশি আরও নানা কিছু থাকতে পারে। মূলত সেগুলোর সংস্পর্শে এসে ঘটতে পারে বিপত্তি। তবে একবার স্ক্র্যাচ পড়ে গেলে আর কিছু করার থাকে না। অনেকেই নানা উপায়ে স্ক্র্যাচ দূর করার চেষ্টা করে থাকেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় স্ক্র্যাচ যাওয়ার পরিবর্তে আরও স্ক্র্যাচ তৈরি হয়।

আজ আপনাদের দেখাবো কিভাবে হাতের কাছে থাকা বিভিন্ন কিছু ব্যবহার করে দূর করতে পারবেন আপনার ফোনের স্ক্র্যাচ।

১. টুথপেস্টঃ অনেকের কাছে অবাক লাগলেও ফোনের স্ক্র্যাচ দূর করতে এটি সত্যিই বেশ ভাল কাজ করে।

প্রথমে নরম কাপড়ের মাথায় সামান্য একটু টুথপেস্ট নিন।
এরপর নরম কাপড়টি আপনার ফোনের স্ক্রিনে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রিন পরিষ্কার করুন যতক্ষণ না দাগ দূর হয়।
আরেকটি নরম কাপড় ব্যবহার করে স্ক্রিনে লেগে থাকা টুথপেস্ট পরিষ্কার করে ফেলুন।
২. কার স্ক্র্যাচ রিমুভাল ক্রিমঃ গাড়ির কাঁচের স্ক্র্যাচ দূর করার ক্রিম দিয়েও স্ক্রিনে থাকা স্ক্র্যাচ দূর করা যেতে পারে। Turtle Wax, 3M Scratch & Swirl Remover এক্ষেত্রে ভাল কাজ করে। নরম কাপড় কিংবা তুলায় সামান্য পরিমান নিয়ে সেটি স্ক্রিনে লাগিয়ে তারপর মুছে ফেলুন। দাগ দূর হয়ে যাবে।

৩. বেকিং সোডাঃ আপনার ফোনের স্ক্র্যাচ দূর করতে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন।

একটি বাটিতে ২ ভাগ বেকিং পাউডার এবং ১ ভাগ পানি দিয়ে একটি মিশ্রন তৈরি করুন।

মিশ্রণটি যেন পেস্টের মত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
একটি নরম কাপড় ব্যবহার করে পেস্টটি স্ক্রিনের উপর ঘষুন।
এরপর একটি নরম কাপড় ব্যবহার করে স্ক্রিন মুছে ফেলুন।
৪. বেবি পাউডারঃ বেবি পাউডারের সাথে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং উপরের নিয়মে স্ক্রিনে প্রয়োগ করুন।

৫. ভেজিটেবল অয়েলঃ সামান্য কিংবা লুকানো দাগ দূর করতে এটি বেশ ভাল কাজ করে। এক ফোটা ভেজিটেবল অয়েল আপনার স্ক্রিনে নিয়ে ভালো করে ঘষে দাগ দূর করতে পারেন।

এতক্ষন আপনাদের দেখানো হল কিভাবে ফোনের স্ক্রিনে থাকা স্ক্র্যাচ দূর করবেন। এবার আপনাদের সামনে তুলে ধরা হবে, কিভাবে এবং কি দিয়ে পরিষ্কার করবেন আপনার ফোন।

১. নরম এবং মাইক্রোফাইবার কাপড়ঃ

সাধারনত চশমা কিংবা সানগ্লাসের সাথে এই ধরনের কাপড় পাওয়া জায়। এছাড়া বর্তমানে স্মার্টফোনের স্ক্রিন প্রটেক্টরের সাথেও এই ধরনের কাপড় দেওয়া হয়। এর সাহায্যে আপনি একই সাথে ফোনের স্ক্রিন এবং অন্যান্য অংশ থেকে ফিঙ্গারপ্রিন্ট কিংবা অন্যান্য দাগসহ যেকোন কিছু পরিষ্কার করতে পারবেন।

২. কটন বাডঃ

কিছু ক্ষেত্রে এটি মাইক্রোফাইবার কাপড়ের থেকে বেশ ভাল কাজ করে। বিভিন্ন ধরনের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন এটি। এর সাহায্যে ফোনের বিভিন্ন কোনায় থাকা দাগ বেশ সহজেই দূর করা সম্ভব।

৩. ডিস্টিলড ওয়াটার এবং সাদা ভিনেগারঃ

[]

ডিস্টিলড ওয়াটার এবং পানির মিশ্রনের সাহায্যে ফোন পরিষ্কার করার পাশাপাশি একে জীবাণুমুক্ত করা সম্ভব।

প্রথমেই ৫০ ভাগ ডিস্টিলড ওয়াটার এবং ৫০ ভাগ সাদা ভিনেগার নিয়ে একটি মিশ্রন তৈরি করতে হবে। এরপর এক টুকরা নরম মাইক্রোফাইবার দিয়ে তৈরি কাপড় নিয়ে সেটি মিশ্রনে ভিজিয়ে নিতে হবে।
এরপর সেই ভিজানো কাপড়টি দিয়ে আলতোভাবে আপনার ফোন ঘষে পরিষ্কার করতে হবে।
সতর্কতাঃ কোনভাবেই মিশ্রন সরাসরি আপনার ফোনে প্রয়োগ করবেন না।