আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার?
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি,
প্লে স্টোরে থাকা ফ্রিতে Giveaway করা কিছু অ্যাপসের লিংক এবং নাম।
আশা করি আজকের এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হবেন।
এবং আপনার পছন্দের একটি আপনি হয়তো বা ফ্রিতেও পেতে পারেন।
তো সবার প্রথমে দুটি গেম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
যে দুইটি গেম আজকের জন্য আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে।
১। Empire Kingdom Idle Premium
এটি একটি Tower Defense strategy টাইপের গেম। তো আপনারা যারা এমন টাইপের গেম পছন্দ করে থাকেন তারা খুব সহজে এই গেমটি খেলতে পারবেন একদম ফ্রিতে।
নিচে গেমের কয়েকটি স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিলাম।
এই গেমটি ডাউনলোড লিংক এর জন্য এখানে ক্লিক করুন ।
আচ্ছা এবারে আসা যাক আমাদের দ্বিতীয় গেমটির ব্যাপারে।
২। Guardian War: Ultimate Edition
যেহেতু গেমটির প্রিমিয়াম ভার্সন ফ্রিতে দেওয়া হচ্ছে, তাই আপনি ডাউনলোড করার সাথে সাথেই।
সকল কনটেন্ট গুলোর আনলিমিটেড এক্সপ্রেস পেয়ে যাবেন।
যেমনঃ
– New worlds to explore
– Exclusive Hero: 50 plague doctor
– You can change the weather in game
– New weapons and armor to collect
এই গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এবার আমার লিস্টের তৃতীয় নাম্বারে আমি একটি প্রিমিয়াম লেভেলের এন্ড্রয়েড অ্যাপ শেয়ার করতে চাইঃ
৩। Premium Camera
এই ক্যামেরাটি ডাউনলোড করলে আপনি অনেকগুলো বেনিফিট পাবেন, তার মধ্যে আমি শুধু কিছু কিছু বেনিফিটস এখানে তুলে ধরলাম।
Benefits
– NO Ads
– It works across mobile and wearable devices.
– Calendar Camera
– Green Screen with Gif background
আপনি এই লিংকে ক্লিক করে প্লে স্টোরে গিয়ে পুরো ডিটেলসটি দেখতে পারবেন।
আপনি কি জানেন এই অ্যাপসটির মূল্য ৩২০ টাকা ।
লিস্টের চতুর্থ নাম্বারে আমি রেখেছি এই শিক্ষামূলক অ্যাপসটি কে।
৪ । Spelling Master – Ultimate English Quiz Games
তো যারা ইংরেজি শিখতে চাচ্ছেন। এবং ইংরেজিতে নিজের দক্ষতা বাড়াতে চাচ্ছেন তারা চাইলে এই গেমটি খেলতে পারেন। এখানে ইংলিশে বেশ কিছু কুইজ দেওয়া হয়। যার মাধ্যমে আপনি নিজের ইংলিশের দক্ষতাকে বাড়াতে পারবেন।
আপনি গেমটি খেলেন নিচে দেওয়া বিষয়গুলো সম্পর্কে শিখতে পারবেন।
5) Fill in the blanks:
* Nouns
* Pronouns
* Adjectives
* Verbs
* Adverbs
* Articles
* Conjunctions
* Prepositions
* Auxiliary Verbs
* Question Tags
* Active Passive
* Direct Indirect
* Non Finite
6) Bonus Quizzes:
* Synonyms
* Antonyms
* Plurals
* Past Tense
এখানে আমি অল্প কয়েকটি বিষয় তুলে ধরেছি, আপনি অ্যাপস থেকে আরো অনেক কিছু শিখতে পারবেন।
অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
মনে রাখবেন উপরে দেওয়া যতগুলো অ্যাপস এবং গেম রয়েছে সবগুলো অফিসিয়াল Giveaway।
তাই এগুলো লিমিটেড টাইমের জন্য ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন।
আজকে হয়তো এগুলো ফ্রি আছে, তবে আপনি যদি অনেকদিন পরে পোস্টটি দেখে থাকেন তাহলে হয়তো বা এগুলোর ফ্রি নাও থাকতে পারে।
তো এই ছিল আজকের পোস্ট আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।
আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবেন না!