Site icon Trickbd.com

৪কে ডিসপ্লে নিয়ে এই জুনে অবমুক্ত হচ্ছে আপ্পো ফাইন্ড ৯?

Unnamed

গত বছর অপ্পো বেশ কয়েকটি স্মার্টফোন অবমুক্ত করেছে। অবশ্য তার একটিও বৈশিষ্ট্যের দিক থেকে প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারেনি। অপ্পোর শেষ ফ্ল্যাগশীপ ফোনটি ছিল ফাইন্ড ৭ যা ২০১৪ এর মে মাসে বাজারে এসেছিল। আর গত বছরের জানুয়ারিতে আমরা প্রথম জানতে পারি যে, এই চাইনিজ কোম্পানিটি তার উত্তরসূরি ফাইন্ড ৯ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তবে ২০১৫ তে আমরা ফাইন্ড ৯এর দেখা পাইনি। আনুষ্ঠানিক ভাবে অপ্পোর কাছ থেকে ডিভাইসটি সম্পর্কে কোন সংবাদও জানতে পারিনি। ফাইন্ড ৯ হয়তো ২০১৬ তে দেখা দেবে – গত বছরের শেষ দিকে শুধু একটুকুই আভাষ পেয়েছিলাম। তবে এখন ফোনটি সম্পর্কে নতুন গুজব শুনতে পাচ্ছি ।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী অবশেষে অপ্পো ফাইন্ড ৯ এর ঘোষণা আসবে আসছে আগামী জুনে। আর তার অল্প সময়ের ব্যবধানে আমরা নাকি ফোনটি হাতে পাবো। এ ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে, এ সব তথ্যই গুজব থেকে পাওয়া।
কথিত আছে ফাইন্ড ৯ এর মূল্য চীনের মুদ্রা হবে ৩,৯৯৮ ইয়েন। অর্থাৎ ৬১৫ ডলার বা ৫৪৫ ইউরো ( প্রায় ৪৮,০০০ টাকা)। এতে থাকতে পারে ৪ কে ডিসপ্লে সাথে ৬ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতা এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। এতে বিশেষ যে বৈশিষ্ট্য থাকবে তা হলো নতুন ও উন্নত সুপার ভিওওসি। ফলে খুব দ্রুত সেটটিতে চার্জ দেয়া সম্ভব হবে। আর তার ক্যামেরাতেও থাকবে স্মার্টসেন্সর ইমেজ স্ট্যাবিলাইজেশন।