Site icon Trickbd.com

মোবাইল ফোন এর কিছু দরকারি টিপস..।

Unnamed

অনেক জরুরী ক্ষেত্রে মোবাইল
আমাদের রক্ষা করে। এমনকি আমাদের
জীবন রক্ষার্থেও কাজে লাগতে
পারে আমাদের মোবাইল।
দেখে নিন আপনি আপনার মোবাইল
সম্পর্কে নিচের ব্যাপারগুলো জানেন
কিনা:-
(১) জরুরী অবস্থা (ইমার্জেন্সী):
আন্তর্জাতিক মোবাইল ইমার্জেন্সী
নম্বর হচ্ছে ১১২। যদি আপনি নিজেকে
এমন স্থাণে পান যেখানে আপনার
মোবাইল কভারেজ বা নেটওয়ার্ক
অঞ্চলের মধ্যে পড়ে না, শুধু ১১২ ডায়াল
করুন। আপনার মোবাইলই খুঁজে নেবে
সবচেয়ে নিকটবর্তী নেটওয়ার্ক
যেটির দ্বারা আপনি ইমার্জেন্সী
সাহায্য পেতে পারেন।
(২) গাড়ির চাবি ভেতরে ফেলে
এসেছেন?: আপনার গাড়ির কি রিমোট
কীলেস এন্ট্রী আছে? যদি আপনি
আপনার গাড়ির চাবি ভেতরে ফেলে
আসেন এবং স্পেয়ার চাবি ঘরে

থাকে ও ঘরে যদি কেউ থেকে থাকে,
তাহলে সেই ব্যক্তিকে আপনার
মোবাইল দ্বারা তার মোবাইলে কল
করুন। আপনার মোবাইলকে আপনার
গাড়ির দরজা থেকে ১ ফুট দূরে রাখুন
এবং ঘরের ব্যক্তিটিকে আনলক বাটনে
প্রেস করতে বলুন এমনভাবে যাতে
মোবাইলের নিকটে থাকে। আপনার
গাড়ি আনলক হয়ে যাবে। তাই, আপনি
যত দূরেই থাকুন, আপনার স্পেয়ার চাবি
যত দূরেই থাকুক না কেন, মোবাইলের এই
প্রযুক্তি দ্বারা আপনার অনেক সময়
বাঁচবে।
(৩) চুরি হওয়া মোবাইলকে কিভাবে
নিষ্ক্রিয় করবেন?: আপনার মোবাইলের
সিরিয়াল নম্বর চেক করতে কীপ্যাডে
টাইপ করুন *#০৬#। একটি ১৫ সংখ্যার
কোড আসবে। এই নম্বরটি আপনার
মোবাইলের নিজস্ব পরিচয়। এটি
লিখে কোনো নিরাপদ স্থানে রাখুন।
যদি আপনার মোবাইল চুরি হয়ে যায়,
আপনার মোবাইল সার্ভিস
প্রোভাইডারকে কল করে এই কোডটি
দিন। তারা তখন আপনার হ্যান্ডসেটটি
ব্লক করতে সক্ষম হবে। সুতরাং চোর যদি
আপনার সিম কার্ড বদলায়ও, আপনার
মোবাইল অব্যবহারযোগ্য হয়ে পড়বে।
আপনি হয়ত আপনার মোবাইল আর ফেরত
পাবেন না, কিন্তু আপনি এ ব্যাপারে
নিশ্চিত হবেন যেই আপনার মোবাইল
চুরি করেছে সেও এটি আর ব্যবহার
করতে পারবে না। এভাবে যদি সবাই
চলে, তাহলে কেউই কারো মোবাইল
আর চুরি করবে না।
অনেকের এই বিষয় তিনটি জানা
থাকতে পারে, যাদের জানা নেই
তাদের জন্য এ পোষ্ট


এরকম আরো নতুন নতুন মোবাইল সম্পর্কীত টিপস পড়তে চাইলে দয়াকরে আমার সাইট এ আসেন >> PostMaza.Com <<