প্রথমে আপনার ফোনটি যদি রুট করা না থাকে তাহালে রুট করে নিন। রুট করার জন্য আপনারা যেকোনো ট্রিক ব্যবহার করতে পারেন।
এই ট্রিক এর জন্য আপনার একটি OTG USB কেবল লাগবে। যা আপনার মোবাইল এর সাথে পিচি কাণেক্ট করার ইউএসবি কেবল এর মতন। শুধু এর অপর মাথাটা পেনড্রাইব হোস্ট এর জন্য থাকে। এই কেবলটি আপনার না থাকে তাহালে বাজার থেকে কিনে নিন। তারপর নিচের সফটওয়ারটি ডাউনলোড করে নিন
এবার ডাউনলোড শেষ হলে ইনস্টল করুন আর নিচের স্কিনসুটের মত সেটিং করুন।
আর আপনার মোবাইলে পেনড্রাইব ইউজ করুন আর পিচির মজা নিতে থাকুন।