Site icon Trickbd.com

[Noroot][Tutorial] কেমন হয় যদি আপনার ফোনে GBA গেমস খেলা যায় + One Game Review – by Riadrox

Unnamed

[Noroot][Tutorial] কেমন হয় যদি আপনার ফোনে GBA গেমস খেলা যায় + One Game Review – by Riadrox

Intro

## এই ট্রিকটা এন্ড্রয়েড ফোন কেনার পর থেকেই জানি। আপনারা অনেকে হয়ত জানেনও, কিন্তু এ নিয়ে কোথাও তেমন একটা পোস্ট করা হয় না।

## তাই আপনাদের মাঝে শেয়ার করার ইচ্ছাটা জাগল। আসল কথা আমি কারও কাছে কিছু শেয়ার না করে থাকতে পারি না।

## আশা করি আজকের টিউনটি আপনাদের খুব খুব ভাল লাগবে।

GBA কি?

## GBA ( Game Boy Advanced ) একটি গেমিং প্লাটফরম। যেমনটি Playstation, Psp, PSP3, Nintendo

## এগুলো আপনারা Playstation বা অন্য কোনো ডিভাইসে নিশ্চয় খেলেছেন।

## কিন্তু কেমন হয় যদি গেমগুলো এন্ড্রয়েডেই খেলা যায়।??

## হ্যাঁ আপনি খেলতে পারবেন, তাও আবার রুট ছাড়াই। আর এজন্য বেশি কিছু করতেও হবে না। জাস্ট নিচের রুলস গুলো ফলো করুন।

যা যা করতে হবেঃ

১) প্রথমেই আপনার দরকার হবে ইমুলেটর। কেননা GBA Extension (.gba) এন্ড্রয়েড সাপোর্ট করে না। এখান থেকে ডাউনলোড করেন – GBA Emulator for Android

২) এবার ইনস্টল করুন।

৩) নিচ থেকে Dragon Ball Z গেমটা ডাউনলোড করে নিন।


Dragonball Z – Supersonic Warriors GBA

৪) এবার GBA Emulator টি ওপেন করে ডাউনলোডকৃত গেমটি ওপেন করুন।
আর খেলা শুরু করুন।

,
,
,
,
,
,

কিছু Screenshot



,,
,,
,,
,,

,,
,
,

————————***——————————

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/myself.riadrox