বাড়ির কম্পিউটার বা
ল্যাপটপে দেখার
‘ঝুঁকি’ অনেক। অত ঝুঁকি
নিয়ে কী লাভ? তার
থেকে হাতের কাছে
স্মার্টফোন তো আছেই কিন্তু সমীক্ষা বলছে,
স্মার্টফোনে পর্ন
দেখলে মারাত্মক
ক্ষতি হতে পারে। গুগল প্লে স্টোরে
পাওয়া যায় ১০০-রও
ওপর পর্নোগ্রাফিক
অ্যাপ। বিশেষজ্ঞরা
অ্যাপগুলির মধ্যে ‘ছদ্মবেশে’ লুকিয়ে
আছে বিভিন্ন ধরনের
ম্যালওয়ার। এই ম্যালওয়ারগুলির
মাধ্যমেই হ্যাকাররা
আপনার ফোন থেকে
ডেটা চুরি করে নিতে
পারে। এমনকি আপনার
ফোন থেকে টাকাও চুরি করে নিতে পারে
তারা। এ ধরনের
হ্যাকিং অ্যাপগুলিকে
বলা হয় ‘লক স্ক্রিন
অ্যাপ’।হ্যাকাররা
পর্নের আড়ালে এ ধরনের অ্যাপগুলিকে
ছড়িয়ে দিচ্ছে
মানুষের মধ্যে। তাহলে বুঝতেই
পর্ন দেখা কতটা
ক্ষতিকর এবং কীভাবে
আপনার তথ্য চুরি হয়ে
যেতে পারে। সূত্র: জি নিউজ