আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গুগলের একটি চমৎকার অ্যাপ।
জীবনে তো অনেক লক স্ক্রিন অ্যাপ ইউজ করলেন কয়টায় বা আপনার মনের মতো পাইছেন বলেন?তবে আজ আমি যে অ্যাপ নিয়ে আসছি তার ভেতর সব পাবেন।আর প্লেস্টোর থেকে নিতে গেলে আপনাকে 5$ গুনতে হবে।তবে অ্যাপটির ফ্রি ভার্সন ও পাওয়া যায়। তবে সেটায় অনেক লিমিটেশন।
প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
[Click Here to Dawnload File Now]
[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]
চলুন এক নজরে অ্যাপটির রিভিউ দেখে নেয়া যাক।
• অ্যাপ প্রাইজ 5$.
• অ্যাপ সাইজ ১ মেগাবাইট।
• স্মার্ট কভার লক সিস্টেম।[যাদের হাল সেন্সর নাই তারাও ইউজ করতে পারবেন] • অ্যাপ রেটিং ৪.৮।
• হোম স্ক্রিনে দুবার ট্যাপ করলে লক সুবিধা।
• এন্যিমেশন স্ক্রিন।
• সেইক লকিং।
• সেইক অফ অন।
• স্মার্ট কভার লক সিস্টেম।
• টাইম সেট করে অফ অন সুবিধা।
• লক অবস্থায় নটিফিকেশন দেখা এবং রিপ্লে দেয়ার সুবিধা।
এছাড়াও আরো চমকপ্রদ ফিচার পাবেন।সব কিছু লেখা সম্ভব হচ্ছে না তাই দিতে পারলাম না।এতো গুলো ফিচার কোন স্ক্রিন লক অ্যাপেই পাবেন না
Download হয়ে গেলে ইন্সটল করে ওপেন করুন।