আসসালামু আলাইকুম ।
আশা করি
ভাল আছেন ।
এখন প্রায় সবার
হাতেই Android Phone ।
আপনারা
হয়ত চান আপনার Android Phone কে
মডেম হিসেবে ব্যবহার করতে ।
Android Ph one কে মডেম
হিসেবে ব্যবহার করার জন্য ফোনে
Tethering System দেওয়া থাকে ।
কিংবা আপনি বিভিন
সফটওয়্যার এর মাধ্যমে আপনার
ফোনকে মডেম হিসেবে ব্যবহার
করতে পারেন , এই বিষয়ে আপনারা
জানেন ।
কিন্তু আপনি যখন ফ্রি ইন্টারনেট এর
ক্ষেত্রে Tethering System বা
বিভিন্ন সফটওয়্যার যেমন PDA
NET ব্যবহার করেন তখন এটি ফ্রি
নেটের পদ্ধতির সাথে কাজ করে না
। এই অবস্থায় আপনি কি করবেন ।
এক্ষেত্রে আপনি Tethering System
ব্যবহার করবেন না , এক্ষেত্রে
আপনি Dial up পদ্ধতি ব্যবহার
করবেন । আসুন দেখা যাক কিভাবে
আপনি একটি Dial up কানেকশন
তৈরি করবেন এবং এর সাহায্যে
আপনার Android Phone কে মডেম
হিসেবে ব্যবহার / নেট কানেক্ট
করবেন ।
১। প্রথমত আপনার পিসিতে ফোনের
কোথায় পাবেন ?
আপনি যখন ফোন ক্রয় করেছিলেন
তখন সাথে যদি কোন CD পেয়ে
থাকেন , তাহলে সেই CD দেখুন ।
অথবা গুগলে খোঁজ করুন । কিংবা
সরাসরি ফোন কাস্টমার কেয়ারে
যোগাযোগ করুন । (USB DRIVER
হতে হবে ঠিক আপনার ফোন
কোম্পানির জন্য , যেমন আপনি যদি
Samsung ব্যবহার করেন তাহলে
আপনাকে Samsung Phone USB DRIVER
install দিতে হবে )
২। Dial up Connection তৈরি করার
জন্য নিচের ধাপগুলো ফলো করুন ।
Settings-Control Panel-Network
Connections-Create New network
connections-next-
Connect to the internet – Set up my
connection manually – connect using a
dial up modem –
ISP name এ যেকোন নাম দিন , যেমন –
Grameenphone , – Phone no এর ঘরে
দিন *99# – next-
finish ( এখানে *99# / *99*1#/*99*2#/
*99*3# ইত্যাদি ব্যবহার করতে
পারেন , মূলত Dial up
Connection কে আলাদা করার জন্য
*99# এর পরে 1 ,2 , 3 নম্বর ব্যবহার
করা হয় )
৩। APN সেটিং করবেন যেভাবে ।
Settings-Control Panel-Phone and
modem options এ Country-
Bangladesh এবং Area Code – 1000
দিন ।
আবার , Settings-Control Panel-Phone
Modem এ ক্লিক করুন । Grameenphone
সিলেক্ট করুন । Properties এ যান ।
Advanced এ ক্লিক
করুন । Extra initialization command এ
নিচের মত লিখুন -AT
+CGDCONT=1,”IP”,”gpwap”
এখানে APN- gpwap , এখন থেকে APN
পরিবর্তন করতে চাইলে শুধু gpwap এর
জায়গায় আপনার
কাঙ্ক্ষিত APN লিখুন ।
৪। এবার control panel – network
connections থেকে Dial up Connection
, যার নাম দিয়েছিলেন
Grameenphone , সেটা কানেক্ট করুন
… ।
পোস্টি আমি খুব
কষ্টে করে লিখলাম শুধু আপনাদের জন্য।
কেউ কপি করলে আমার নাম &
GPFreeBD.Com নাম দিতে
ভুলবেন না।
সবাই ভাল থাকবেন আর ভাল ভাল টিপস
পেতে আমাদের সাথে থাকুন।