Site icon Trickbd.com

সিম্ফনি ফোন থেকে USB cable এর মাধ্যমে ল্যাপটপ এ ইন্টারনেট চালাবো

Unnamed

ইউএসবি ডেটা ক্যাবলটি কম্পিউটার ও
অ্যান্ড্রয়েড
ডিভাইসের সঙ্গে সংযোগ দিন। সাধারণত
ইউএসবি
ডিভাইস সংযোগ দেয়ার পর মেমোরি
কার্ডটি
স্টোরেজ হিসেবে কানেক্ট হয়ে থাকে। যদিও
এতে
আপনার কাজে সমস্যা হবে না, কিন্তু
ভালো হয়
মেমোরি কার্ডটি পিসি থেকে Safely
remove করে
ফেললে। অর্থাৎ, টাস্কবার থেকে ইউএসবি
আইকনে
রাইট ক্লিক করে মেমোরি স্টোরেজটি
সেফলি রিমুভ
করার কমান্ড দিন। এটা পেনড্রাইভ খুলে
ফেলার আগে
সতর্কতার জন্য যা করা হয় ঠিক তাই।
ইউএসবি টেথারিং
এবার হচ্ছে আসল কাজ। আপনার
ডিভাইসের সেটিংস-
এ যান। সাধারণত হোমস্ক্রিন থেকে মেনু
বাটনে প্রেস
করলে সেটিংস অপশনটি আসে। এবার
সেটিংস থেকে
Wireless & networks -> Tethering &

portable hotspot এ
ক্লিক করুন।
ইউএসবি ক্যাবল সংযোগ করার পর
ইউএসবি
টেথারিং চালু করা হয়েছে। ফলে ফোনটির
ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাচ্ছে
কম্পিউটার
থেকেই।
সাধারণ অবস্থায় ইউএসবি টেথারিং
অপশনটি
আনচেকড থাকবে। কিন্তু ইউএসবি
কম্পিউটারের সঙ্গে
সংযোগ দেয়ার পর এতে ক্লিক করা যাবে,
এর আগ
পর্যন্ত চেকবক্সটি কাজ করবে না। এই
চেকবক্সে টিক
দিয়ে দিলেই স্ট্যাটাসবার/নোটিফিকেশন
বারে
ইউএসবি টেথারিং-এর আইকনটি চলে
আসবে (ছবিতে
দেখা যাচ্ছে)।
এই আইকনটি আসার কয়েক মিনিটের
মধ্যেই আপনার
কম্পিউটার ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত
হয়ে যাবে। আর
কোনো বাড়তি সেটিংসের ঝামেলা ছাড়াই
কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতে
পারবেন।
এই পদ্ধতি ব্যবহার করে উইন্ডোজ ৭ এবং
লিনাক্সমিন্ট
১২ এই দুই অপারেটিং সিস্টেমে কোনো
বাড়তি
সেটিংস বা কনফিগার করা ছাড়াই ইন্টারনেট
ব্যবহার
করা গেছে। উল্লেখ্য, টেথারিং করার সময়
কম্পিউটারের অন্যান্য ইন্টারনেট সংযোগ
(যেমন
ইউএসবি মডেম বা ল্যান ইন্টারনেট) বন্ধ
রাখা হয়েছে।
যদি আপনার অপারেটিং সিস্টেমে
স্বাভাবিকভাবে
ইন্টারনেট না পায়, তাহলে মন্তব্যের ঘরে
আমাকে
জানাবেন। চেষ্টা করবো সমাধান দেয়ার।
তবে
উইন্ডোজ ৭ ও লিনাক্স অপারেটিং
সিস্টেমের
সর্বশেষ সংস্করণগুলোয় কোনো সমস্যা
হওয়ার কথা
না।