Site icon Trickbd.com

মোবাইল ফোন দ্রুত চার্জ করবেন যেভাবে ।

Unnamed

মোবাইল ফোনে
কীভাবে খুব দ্রুত চার্জ দেওয়া যায়,
এ প্রশ্ন হয়তো সবারই মনে একবার না
একবার এসেছে। কিন্তু এর সঠিক
সমাধান অনেকেই পাননি।
অনেকেই বলেন, মোবাইলটিকে
এয়ারপ্লেন মোডে বা ফ্লাইট মোডে
রেখে চার্জ দিলে নাকি দ্রুত চার্জ
হয়ে যায়। কারণ আপনার মোবাইল যখন
ফ্লাইট মোডে থাকে তখন আপনার
ফোন যাবতীয় রেডিও
ফ্রিকোয়েন্সির আওতার বাইরে
থাকে। কিন্তু এই ধারণা কতটুকু সত্যি?
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন,
ফ্লাইট মোডে থাকলে ফোন থেকে
রেডিও ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন
হয়ে যায় ঠিকই কিন্তু তাতে ফোনের

চার্জিংয়ে কোনও প্রভাব প্রায়
পড়ে না বললেই চলে।
দেখা গেছে, স্বাভাবিক অবস্থায়
একটি মোবাইল চার্জ দিতে যতটা
সময় লাগে, ফ্লাইট মোডে
ফোনটিকে রেখে চার্জ দিলে তার
চেয়ে মাত্র চার মিনিট সময় কম
লাগে। কাজেই দ্রুত চার্জিংয়ের এই
উপায়টির কোনও কার্যকারিতা নেই।
তাই দ্রুত মোবাইল ফোনে চার্জ
দেওয়ার কয়েকটি টিপস তুলে ধরা
হলো :

১. বাজারে ফাস্ট চার্জার বলে এক
ধরনের চার্জার পাওয়া যায়। এগুলোর
পাওয়ার আউটপুট বেশি হওয়ার কারণে
ফোনে তাড়াতাড়ি চার্জ হয়।
চার্জিংয়ের সময়ে এই ধরনের একটি
চার্জার ব্যবহার করুন।

২. ফোনটিকে ব্যাটারি সেভিং
মোডে রেখে চার্জ দিন।

৩. অপ্রয়োজনীয় ফিচারগুলি (যেমন
ওয়াই ফাই বা ব্লু টুথ) চার্জিংয়ের

সময়ে বন্ধ রাখুন।

৪. চার্জিংয়ের সময়ে ফোনটি
ব্যবহার করা থেকে বিরত থাকুন।
মনে রাখবেন, ফোনের স্ক্রিনটি যত
বেশিক্ষণ অন থাকবে ফোনের
ব্যাটারি খরচ তত বাড়বে। তাই
কিছুক্ষণ পরপর কারণে অকারণে
ফোনের স্ক্রিনটি অন করলে
চার্জিংয়ের সময়ও বৃদ্ধি পাবে।

এরকম আরো টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন