আপনার অজান্তেই আপনার ফোনের মেগাবাইট শেষ হয়ে যাচ্ছে?অটোমেটিক অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে?তাহলে এদিকে আসুন আপনার অনুমতি ছাড়া ১কিলোবাইট ও কোন অ্যাপ ব্যবহার করতে পারবে না।
প্লে স্টোর এ এই অ্যাপ টির রেটিং অনেক ভাল এবং অনেক কার্যকর অ্যাপ এটি।খুব ভাল কাজ করে।তাছাড়া এটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ফোন রুট ও করতে হচ্ছে না।রুট ব্যবহার কারীরা ও এটা ব্যবহার করুন খুব ভাল কাজ করবে।
অ্যাপ টি কিভাবে কাজ করেঃ
Download Now
– অ্যাপ টি ইন্সটল করুন দেখুন সব গুলা অ্যাপ/গেমস দেখাবে এবং প্রত্যেক অ্যাপ এর পাশে ২টা
আইকন দেখতে পাবেন একটি wifi এবং একটি mobile data যে অ্যাপ গুলা কে আপনি মেগাবাইট খরচ করতে দিতে চান না তার পাশে mobile data তে ক্লিক করুন কাজ শেষ আর ১কিলোবাইট ও ব্যবহার করতে পারবে না আপনার অনুমিত ছাড়া।
তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন