স্টক রম ফ্ল্যাশ মারার নিয়মঃ
মাঝেমাঝেই আমাদের প্রিয় এন্ড্রয়েড স্মার্টফোন গুলোতে মারাত্মক সমস্যা দেখা দেয়! এর মধ্যে রয়েছে ব্রিক বা হার্ড ব্রিক।অনেক সময় আমাদের ব্যাকআপ নেয়া থাকেনা কিন্তু এর মধ্যেই সেট ব্রিক করলে ফ্ল্যাশ মারা ছাড়া আর উপায় থাকেনা।আবার বর্তমানে বিভিন্ন এড আসা এক মহামারি সমস্যা হয়ে দাড়িয়েছে! যত্তসব উলটাপালটা এড এসে আমাদের প্রচুর বিরক্তির কারণ হয়ে দাড়ায়!বা অ্যাডাল্ট টাইপের বিভিন্ন এড এসে আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়! এসব সমাধানের বিভিন্ন অ্যাপ থাকলেও একটাও তেমন কাজের না আসলে! এ থেকে পরিপূর্ণ ভাবে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে স্টক ফার্মওয়্যার ফ্ল্যাশ মারা! কিন্তু দোকানে নিয়ে গেলে ৫ মিনিটের এই ফ্লাশের জন্য চেয়ে বসে ৩০০-৫০০ টাকা! যার কাছ থেকে যত রাখতে পারে! আবার ওয়য়ারেন্টি তে দিলে থাকো এক সপ্তাহ বা একমাস!
কিন্তু মাত্র ৫-১০ মিনিট পরিশ্রম করলেই আপনি নিজেই নিজের স্টক রম ফ্ল্যাশ মারতে পারবেন অনায়াসেই! হ্যা আপনি পিসিতে যতই অজ্ঞ হোন না কেন তবু এই ফ্ল্যাশ মারার কাজ টা আপনি নিজেই পারবেন!ভাবছেন কিভাবে?? ভিডিও টি একবার দেখুন বুঝে যাবেন।ক্লিয়ার না বুঝলে আবার দেখুন এবার ঠিকই বুঝে যাবেন! ভিডিও দেখুন এখান থেকে https://www.youtube.com/watch?v=jspALJg1Hfc
স্টক ফার্মওয়্যার ফ্ল্যাশ এর জন্য আপনার সেটের মডেল অনুযায়ী ফ্ল্যাশ ফাইল লাগবে যেটি গুগলে সার্চ দিলেই পাবেন! এর সাইজ ৩০০-৪০০ এম্বির মাঝে! আপনার ব্রডব্যান্ড থাকলে তো কথাই নেই কিন্তু আপনার না থাকলে আপনার ফ্রেন্ড বা যার কাছে আছে তার কাছে গিয়ে ফ্ল্যাশ ফাইল টা ডাউনলোড করে নিয়ে আসুন না হয়!!
ধন্যবাদ সাথেই থাকুন।ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।!
এবার সবই হবে একদম সহজে!