Site icon Trickbd.com

মোবাইল ফোন চুরি হয়ে গেছে? দেখুন কি করবেন।

Unnamed

এই টিপস টি আপনার ফোন টা হয়ত
পুনরুদ্ধার করে দিতে পারবেনা
কিন্তু যে আপনার ফোন টী নিয়েছে
সে ওটাকে আর ব্যবহার করতে
পারবেনা। এবং বিক্রিও করতে
পারবেনা। সুতরাং চোরকে একটা
উচিত শিক্ষা দিন এইভাবেঃ
এক্ষুনি প্রেস করুন *#06# এরপর একটা

সিরিয়াল কোড নাম্বার দেখাবে
সেটিকে কোথাও লিখে রাখুন।
ফোনটা চুরি হয়ে গেলে আপনার
সার্ভিস প্রোভাইডার কিংবা
ফোন কোম্পানির কোণ কাস্টমার
কেয়ার সেন্টারে গিয়ে এই
নাম্বার টি দিয়ে কাহিনি খুলে
বলুন।ওরা ফোন অকেজো করে দিবে।
এরপর চোর মহাশয় যখনি নতুন কোণ সিম
ঢুকাবে ব্যাস ফোন চিরতরের জন্য
মৃত্যুবরন করবে।বর্তমানে এই সিরিয়াল
বা IMEI কোডটা র্যাব অথবা
পুলিশকে দিলে; তারা অনেক সময়
আপনার ফোনটি খুঁজে এনেও দিতে
পারে।

আপনার নিজের নামে স্বল্পমূল্য ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Exit mobile version