প্রথমেই বলে রাখি ট্রিকটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ও সহয। সুতারাং কেও বাজে কমেন্ট করবেন না
আজকে আমি দেখাবো কিকরে আপনি বাংলা দেশে থেকেও নাম্বার দিয়া মালিক কে খুজে বের করতে পারবেন। ?
আর প্রথমেই বলি আমাকেই প্রতিদিন ২/৩ জন মিস কল দিয়া ডিস্টার্ব করে। কিন্তু কে কল করছে তা ত আর জা্নতাম না।
আর গোগলে হাজার হাজার Apps আছে যা দিয়া এই কাজ করা জায়। কিন্তু জারা ট্রাই করছেন তারাই আমার দুঃখ বুজছেন।
একাটাও কাজ করে না।
তাই আজকে এই বুদ্দিটা মাথায় আসলো।
তার জন্য কোনো নতুন এপ্স নাগবে না।
ত কি করবেন?
প্রথমে নাম্বারটি কপি করুন।
পরে ফেসবকে লগিন করবেন। করে সার্চ ফ্রেন্ড এ নাম্বার টা পেস্ট করে সার্চ করুন।
এবার দেখুন কার নাম আসে।
নাম ত পেয়েই গেলেন এবার About এ গিয়া ঠিকানাও পাবেন।
আর কি করবেন? এর থেকে বেসি আমি বলতে পারবো না।