বর্তমান এই Smart world এ প্রায় সবাই
Android Smartphone ব্যাবহার করি।
আর যারা এটি পারেন্না শুধু তাদের জন্য টিউন টি লেখা। তো চলুন টিউন টি শুরু করা যাক
😀 আর Smartphone মানেই ফেচবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। আর যার জন্য আমরা প্রচুর ইন্টারনেট ডেটা খরজ করি। নিত্যনতুন ইন্টারনেট প্যাকেজ কিনে চ্যাট করি বন্ধুদের সাথে। কিন্তু এই ইন্টারনেট প্যাকেজগুলি যদি শেয়ার করে ব্যাবহার করি তাহলে ইন্টারনেটখরজ অনেক কমে আসবে। আর
সেজন্যই আমার এ পোস্ট। ইন্টারনেট
শেয়ার করার জন্য আপনার ফোনটিকে
Wi-Fi এ রূপান্তরিত করতে হবে, ব্যাস তাহলেই কাজ শেষ। Wi-Fi এ রুপান্তরঃ
প্রথমে যে Android ফোন থেকে
ইন্টারনেট শেয়ার করতে চাই সেই
ফোন এর Setting এ যেতে হবে।
এরপর Setting এ গিয়ে 😀
Wirless and
Network
এ ক্লিক করে More এ ক্লিকoption দেখাবে। এখান থেকে Testing and Portable Hotspot বের
করে ওটাতে ক্লিক করতে হবে। এবার
Set-up WiFi Hotspot এ Network name
Password দিয়ে সেভ করতে হবে।
এভাবেই তৈরি করতে হবে 😀
Wi-Fi network। ব্যাবহারঃ
Wi-Fi হিসেবে আপনার Androidফোনটিকে ব্যাবহার করার জন্য Portable
WiFi Hotspot চালু করুন। এবার আপনার
পাশের কেউ যদি WiFi সার্চ করে
তাহলে নতুন নামের এই নেটওয়ার্কটি
দেখতে পাবে। এবং connect করার
জন্য 😀
password
চাইবে। এবার তৈরিকৃতpassword টি দিলেই phone টি আপনার
Android ফোনটির সাথে ইন্টারনেট
শেয়ার করতে পারবে। অর্থাৎ, আপনার
ব্যাবহার করতে পারবে। এভাবে
যতগুলো ফোন 😀
connect
Password দিয়ে সেভ করতে হবে।আমার সাইটে ~TipsWapBD.Com™ 😀