প্রিয় ট্রিকবিডির বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন । আমিও ভালো আছি । আজ আমি দেখাব কীভাবে আপনার ফোনটিতে খাতার মতো মার্জিন করবেন ।


নিচের ছবিগুলো দেখুন ।


.

.
.

মার্জিন করলে তেমন কোন সুবিধা পাওয়া যাবে না কিন্তু যারা তাদের ফোনটিকে বিভিন্ন রকম ভাবে রাখতে চায় এবং বন্ধুদের মজা দিতে চায় তারা এরকম ভাবে আপনার এন্ড্রোয়েড ফোনটি মার্জিন করতে পারেন ।

চলুন এবার ধাপে ধাপে জেনে নেওয়া যাক কীভাবে আপনার ফোনটিতে মার্জিন করবেন


1. প্রথমে settings এ যান

2. নিচে about দিয়ে আপনার মোবাইল এর মডেল দেওয়া আছে ওখানে যান


3.তার পর শেষের দিকে software version নামে একটি অপশন আছে ওই খানে 3 বার ক্লিক করুন ।

4.ক্লিক করার পর ব্যাক এ আসেন তারপর about phone এর উপরে developer options আছে ওটাতে যান ।

5. Developer options এ যাওয়ার পর সিস্টেম টি অফ আছে অন করে দিন ।

6. এখন একটু নিচে আসেন এবং show layout bounds এ অফ থেকে অন করে দিন ।

মনে রাখবেন এখানে অন করে দিলেই আপনার ফোনটি মার্জিন সিস্টেম হয়ে যাবে
। নিচের ছবিটির মতো

তো আপনার কাজ শেষ । ব্যাবহার করুন দারুন একটি মার্জিন ।
আজ এখানেই শেষ করছি বন্ধুরা । পরবর্তীতে নতুন কিছু যেন নিয়ে আসতে পারি দোয়া করবেন ।॥

3 thoughts on "এবার আপনার এন্ডোয়েড ফোনটাতে খাতার মত মার্জিন দেখা যাবে । কোন app ছাড়া ।"

  1. SHAKIB009 Contributor says:
    এটা বন্ধ কি ভাবে করবো
    1. NIKHILROY Author Post Creator says:
      শেষের screen short টি দেখুন , developer option টি on আছে off করে দিন তাহলেই বন্ধ হয়ে যাবে ।

Leave a Reply