Site icon Trickbd.com

আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে হুবহু Windows 7/XP বানিয়ে ফেলুন।

আসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই কাজের একটি অ্যাপ।

অনেকে হয়তো আমার টিউনের শিরোনাম দেখে চোখ চানা-বড় করছেন যে, কিভাবে আবার এন্ড্রয়েড মোবাইলকে Windows 7 অথবা Windows Xp বানিয়ে ফেলবো। আসলে সব কিছুই এখন আমাদের হাতের নাগালে চলে এসেছে। প্রথমে আমি নিজেও চমকে গিয়েছি কিন্তু যখন নিজের মোবাইলকে সেই রকম করলাম তখনি বুঝলাম সম্ভব। যাই হোক আজকের আমার লেখার প্রধান উপকরণই হচ্ছে এন্ড্রয়েড মোবাইলকে বা ট্যাবকে উইন্ডোজ এ পরিণত করা। আমরা আমাদের এই কাজটি একটি এন্ড্রয়েড লাঞ্চার দিয়ে সহজে করতে পারি।

চলুন তাহলে কাজে হাত দিই।প্ রথমে আপনি এন্ড্রয়েড লাঞ্চারটি ডাউনলোড করে নিতে হবে আপনার মোবাইলে।

এখানে ক্লিক করুন।

ডাউনলোড করার পর আপনি ইন্সটল দিয়ে নিন আপনার মোবাইলে।কিছু স্ক্রিন শর্ট দেখুন আমার মোবাইলের।

যাই হোক ইন্সটল দেয়া খুবই সহজ। আর লাঞ্চারটি সুবিধা হচ্ছে একসাথে আপনি Windows 7, XP, Vista সবটা পাবেন একটার ভিতর। আপনি যেটার ফিচার চান শুধু মাত্র স্ক্রিন এ আঙ্গুল একটু গুরালেই পরিবর্তন হয়ে যাবে।

তাচাড়া লাঞ্চারটিতে ৬ টি আলাদা আলাদা ওয়ালপেপার আছে। এমনকি Windows এর মত কপি পেস্ট,সি ড্রাইব, ডি ড্রাইব সব কিছুই আছে। সহজ কথা পুরো পুরি উইন্ডজ আবহাওয়া বা পুরোপুরি বলা যায়।

আরো নতুন নতুন টিপস পেতে এখানে ভিসিট করুন।

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় ট্রিকবিডি এর সাথেই থাকুন।

Exit mobile version