Site icon Trickbd.com

[Review][App] দেখুন – কেন আমার কাছে A/V Premium Converter অন্যান্য Converter এর থেকে বেস্ট। – by Riadrox

Unnamed

[Review][App] দেখুন – কেন আমার কাছে A/V Premium Converter অন্যান্য Converter এর থেকে বেস্ট। – by Riadrox


Introduction

## সবসময় না লাগলেও কখনও কখনও Media Converter আমাদের প্রোয়োজন হয়।

## আর হাতের কাছে কম্পিউটার না থাকলে মিডিয়া কনভার্ট করা একটু জটিল ও সময়সাপেক্ষ হয়ে পরে। এ সমস্যার সমাধানে এন্ড্রয়েড মার্কেট এ এখন বেশকিছু মিডিয়া কনভার্টার নেমেছে। সবগুলোই মিডিয়া কনভার্ট করে।

এখন – কথা হল কোনগুলো বেস্ট এবং অনেক ফিচার আছে??

–** আসলে বেস্ট কনভার্টার বা ফিচার বড় কথা নয়। বড় কথা হল পারফরমেন্স।

অর্থাৎ কত স্পিডে কনভার্ট করবে।
কত প্রকার এক্সটেনশন এ কনভার্ট করবে।

,
,
,
,
,

,
,
,


তার আগে মিডিয়া কনভার্টার কি? বিস্তারিতঃ

## এর সবচেয়ে বড় উদাহরণ হলো বিভিন্ন অডিও ভিডিও ইমেজ ফাইলকে কন্ভার্ট করে তার কোয়ালিটি পরিবর্তন করা, সাইজ পরিবর্তন করা, এক্সটেনশন (mp3,wav,avi,mp4) পরিবর্তন করাকে মিডিয়া কনভার্ট বলে।

মিডিয়াকে কন্ভার্ট করার জন্য বজারে আমি অনেক এপ দেখেছি। প্রায় সবগুলো ট্রাই করছি।

তবে সবচেয়ে অসহ্যকার পরিস্থিতি হলো কয়েক এমবির ফাইল কন্ভারট করতে ১ঘন্টা বা তার বেশি সময় লাগা।

তবে আজ আমি যে এপটি শেয়ার করব তার মাধ্যমে আপনারা কয়েক মিনিটেই পিসির মত স্পিডে ফাইল কন্ভার্ট করতে পারবেন।

যা আমি অন্য কোনো কনভার্টারে পাইনি। তাছাড়াও আরও অনেক ফিচার রয়েছে আর এটা প্রিমিয়াম এপ।


A/V Converter




Download

Download A/V CONverter Premium apk (Use Opera mini/ Uc mini to download, not Uc)

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox

Exit mobile version