** কেন রিকভারিতে পাসওয়ার্ড দিবেন ?
ধরুন ফোনে পাসওয়ার্ড লক দিয়েছেন । কিন্তু এই অবস্থায় আপনার ফোন কতটা নিরাপদ ? যে কেউ ফোন নিয়ে রিকভারিতে গিয়ে ফোনকে হার্ড রিসেট দিয়ে ফোন নিজের মত চালাতে পারবে । বিশেষ করে শয়তান বন্ধু থাকলে । তাছাড়া রিকভারি মোডে অজানা কেউ গিয়ে ফোনের বারোটা বাজাতে পারে । আর এজন্য রিকভারিতে পাসওয়ার্ড দেয়া অত্যন্ত জরুরী ।
** যা যা লাগবে
১ । একটা রুটেড এন্ড্রয়েড ফোন তাতে TWRP রিকভারি দেয়া ।
২ । একটা ফাইল, ui.zip [ 1 MB] ডাইরেক্ট ডাউনলোড লিংক
৩ । Root explorer বা এই ধরনের অন্য কোন এপস ।
** কার্যপদ্ধতি
প্রথমে ফাইলটা ডাউনলোড করে নিন ।
তারপর Root explorer দিয়ে ফাইলটি “TWRP/theme” ডিরক্টরিতে কপি করে দিন ।
ফোন রিবুট করুন ।
রিকভারি মোডে যান ।
ডিফল্ট পাসওয়ার্ড হিসেব OPORULES দেয়া থাকবে ।
চেন্জ করার জন্য রিকভারি মোডের Setting> Change password এ গিয়ে আগের পাসওয়ার্ড এবং এরপর নতুন পাসওয়ার্ড দিন ।
** সব কাজ নিজ দায়িত্বে করবেন ।
** ফোনের কোন সমস্যার জন্যে আমি দায়ী থাকব না।।
** কপি করবেন না । শেয়ার করলে ক্রেডিট দিবেন ।