Hey Guys, Assalamualaikum . My Self Shahriar Abid and Welcome to my another post.
তো Guys , আজ আমরা জানতে চলেছি কিভাবে Bjs কোড এর মাধ্যমে ইউজারকে ওয়েলকাম জানানো যায় ।
উপরের লেখাটি পড়ার পর
লে ভিউয়ার : উপরের ডায়ালগটি মনে হয় কপি করা 🤔
লে আমি : (কাশি দিয়ে) আরে যাইহোক , স্ক্রল করে পোস্টটি পড়ুন ।
⚠️ যারা আগের পোস্টটি পড়েননি তারা আগের পোস্টটি পড়ে আসুন । নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না ।
Post Link : Visit
আপনারা হয়তো অবশ্যই Telegram Bot ইউজ করেছেন ! যখন কোনো বট স্টার্ট করা হয় তখন বট কিভাবে আপনার নাম সহ আপনাকে ওয়েলকাম জানায় ? আজ আমরা সেটাই জানতে চলেছি ।
আগের পোস্টের মত সেইম প্রসেস । তারপর যখন /start কমান্ড তৈরি করবেন তখন Answer এ কিছুই লিখবেন না । answer ফাঁকা রাখবেন । এবং Wait for answer ও অফ থাকবে । তারপর Create এ ক্লিক করবেন ।
তারপর নিচের স্ক্রিনশট এর মত একটি কোড লিখার জায়গা আসবে ।
সেখানে আমরা নিচের BJS (Bot for Javascript) কোড লিখে Save এ ক্লিক করবো ।
Bot.sendMessage( "Hey " + data.user.first_name + "" + data.user.last_name + "\nWelcome to our new bot")
ব্যাস , এখন বট টেস্ট করার পালা । যখনই আমরা আমাদের বট স্টার্ট করলাম তখন বট আমাদের প্রথম নাম এবং শেষ নাম এর সাথে ওয়েলকাম জানালো (আমরা যেভাবে Bjs কোড লিখেছিলাম) ।
Code বিশ্লেষণ
Bot.sendMessage( এই কোডের মাধ্যমে ” ” ইনভার্টেড কমা’র ভেতরে থাকা টেক্সটগুলো বট সেন্ড করে ।
+ এর মাধ্যমে একটি টেক্সট এর সাথে অন্য টেক্সট যুক্ত করা যায় ।
\n এই কোড দেয়ার পর কোনো টেক্সট লিখলে সেটা ১ লাইন নীচে লিখবে ।
কিছু গুরত্বপূর্ণ কোড
First Name : user.first_name Last Name : user.last_name Username : user.username Bot Name : bot.name
উপরে দেয়া কোডগুলোও আপনি ইউজ করতে পারেন । আগে আমরা যেভাবে কোড লিখেছিলাম সেভাবে ।
তো আজ এ পর্যন্তই । ভালো থাকবেন সুস্থ থাকবেন । Take Care . আল্লাহ হাফেজ ।
🤖 বট তৈরি সংক্রান্ত আপডেট এবং সমস্যার সমাধান পেতে এখনই নিচের Telegram চ্যানেলে জয়েন করুন
Join My Telegram Channel : | Shahriar Abid |
---|