Site icon Trickbd.com

ধীরে কাজ করছে প্রিয় মোবাইল ফোন? এই নিন সমাধান

Unnamed

এন্ড্রয়েড মোবাইলে যারা বেশ কিছুদিন ব্যবহার করেন তাদের প্রায় সময়ই পড়তে হয় ধীরগতির কবলে। এর কারণে অনেক জরুরি কাজ করতেও দেরি হয়ে যায়। মোবাইলের কাজ করার গতি বাড়ানাের জন্য তাই প্রয়োজনীয় কিছু টিপস-

★১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করুন।

★ ২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে মোবাইলের কাজের স্পিডও বাড়বে।

★৩. মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন। কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।

★৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। সম্ভব হলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।

★৫. সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে। ( শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন)

😀
সৌজন্য -TrickBD.in