আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন ।

আজকের Post এ আমি আপনাদের সাথে Share করতে যাচ্ছি কিভাবে আনলিমিটেড ফেসবুক এ্যাকাউন্ট খুলবেন কোনো প্রকার নাম্বার ছাড়াই। এবং আপনি চাইলে এসব এ্যাকাউন্ট খুলে বিক্রিও করতে পারবেন।

 

তো চলুন শুরু করা যাক।

প্রথমে একটা Multi Space বা অন্য কোনো ক্লোনার এ্যাপ ডাউনলোড করে আপনি যতগুলো ফেসবুক এ্যাকাউন্ট খুলতে চান সেই হিসেবে Facebook এ্যাপটিকে ক্লোন করে নিবেন।

যেহেতু আমরা নাম্বার ছাড়াই ফেসবুক এ্যাকাউন্ট খুলবো তাই আমরা একটা Temp Mail টেম্প মেইল অ্যাপ ব্যবহার করব। অ্যাপ দুটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন

এখন দেখাবো কিভাবে একাউন্ট ক্রিয়েট করবেন।

Multi Space থেকে Facebook অ্যাপটিকে ওপেন করে নিবেন এবং Create a Account এ ক্লিক করুন।

Get Started এ ক্লিক করুন।

নাম দিয়ে Next ক্লিক করুন।

জন্ম তারিখ দিয়ে Next এ ক্লিক করুন।

Gender সিলেক্ট করে Next ক্লিক করুন।

যেহেতু আমরা নাম্বার ছাড়াই টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করব তাই sign up with email ক্লিক করব।

এখন টেম্প মেইল অ্যাপ থেকে মেইলটি কপি করে এখানে পেস্ট করে Next এ ক্লিক করুন।

Password দেওয়ার পর টেম্প মেইলে একটা ওটিপি চলে গেছে এখন ওটিপি টা কপি করে এখানে এনে বসিয়ে দিয়ে Next ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এখন দেখুন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এভাবে আপনি আনলিমিটেড একাউন্ট ক্রিয়েট করতে পারবেন।

[বি:দ্র: যদি একাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয় তাহলে আপনার আইপি টা রিসেট করে নিবেন।

পারলে অ্যাকাউন্ট টা কমপ্লিট করে কিছু ফ্রেন্ড অ্যাড করে রাখবেন তাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হওয়া সম্ভবনা কম।

অবশ্যই আইডি পাসওয়ার্ড সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে সেল দিতে সুবিধা হয়]

 

যারা এই পোস্ট দেখে বুঝেন নাই কিভাবে করতে হবে তারা চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন :

 

টিউটোরিয়াল লিংক : ক্লিক here

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, নতুন নতুন ট্রিকস এবং মেথড ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন।



Join Our Telegram Channel

6 thoughts on "নতুন নিয়মে আনলিমিটেড Facebook Account Create করুন কোনো প্রকার নাম্বার ছাড়া।"

  1. Bita Paradox Contributor says:
    After few days…………..

    Your account has been disabled

  2. MD Hasan Islam Author says:
    Auto account disabled hoy jay pore
  3. Bipul Sheikh Contributor says:
    lav nai bhai, account disable hoye jay.. tar ceye ono kono method thakle bolen number diye othoba gmail diye
  4. Monni Chakma Contributor says:
    Trickbd Te কীভাবে অথোর হওয়া যায়
  5. Emon Contributor says:
    Dada team mail app tar name ki
  6. Siam Contributor says:
    bhai unlimited gmail khular kono tricks thakle den plz

Leave a Reply