Site icon Trickbd.com

[Share] লেখালেখির জন্য আপনি কোন এপ ইউস করেন? দেখুন বিস্তারিত! – by Riadrox

Unnamed

[Share] লেখালেখির জন্য আপনি কোন এপ ইউস করেন? দেখুন বিস্তারিত! – by Riadrox



Intro

এখন থেকে সবসময় সময় দিতে পারবোনা, তাই মাঝে মাঝে আমার পোস্ট দেখতে পারবেন।
আপনি যদি আমার মত মাঝে মাঝে ট্রিকবিডি তে আসেন তবে মাঝে মাঝে আমার প্রোফাইলে ঢুকে দেখবেন নতুন
কোনো পোস্ট আদৌ দিয়েছি কিনা।

আর হ্যঁা আমি পোস্টগুলো সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব।

লেখালেখির কাজে অনেকে অনেক ধরনের এপ ইউস করেন।

## কেউ Todo, কেউ Es Text Editor, কেউ বিভিন্ন ধরনের ইডিটর দিয়ে কাজ করেন। অনেকে আবার লেখালেখিই
করেন না, কিবোর্ড ভেঙ্গে যাবে এই ভয়ে (:p)

সে যাই হোক, ঐটা আপনার মর্জি। আমি শুধু আমার খুব পছন্দের একটি ইডিটর শেয়ার করছি, যেটা দিয়ে অনেক কাজ সহজেই করা যায়।

আমি কিন্তু আগে এই এপ দিয়ে কাজ করতাম না, এখন এটাই আমার সর্বদা কাজে লাগে।

এপটির নাম Quick Edit। প্লেস্টোরে ফ্রিতেই পাওয়া যায়।

কিন্তু আমি যে সুবিধাগুলোর কথা বলব তা শুধুমাত্র প্রো ভার্সনেই পাওয়া যাবে।
চিন্তা করবেন না, আমি প্রো ভার্সনের লিংকই দিয়েছি।

ডাউনলোড করার আগে,


এর কিছু সুবিধাঃ

১) আপনি যেকোনো লেখা, বড় হোক বা ছোট, এমনকি ১০০ বিলিয়ন এর বেশি পাতার লেখাই লেখেন না কেন,
অন্যান্য এপের মত স্লো হয়ে যাবে না।

২) ম্যাটারিয়াল লুক সো, স্মুথ এবং স্টাইলিশ।

৩) পিসির মত Word Repalcing সুবিধা। ধরুন,
একটা Text এ অনেক জায়গায় ৬-১০ টির মত Micromax লেখা আছে,
এবার আপনি সবগুলোকে যদি Symphony করতে চান তবে এক এক করে করতে হবে না, আপনি একবারেই Replace করতে
পারবেন।

৪) ওয়েব সাইটের কোড, প্রোগ্রামিং ও করতে পারবেন।

৫) Syntax Highlighter টেক্সটকে হাইলাইট করবে।

৬) পিসির মত অনকেগুলো ট্যাব খুলো লেখতে পারবেন।

৭) প্রতি 30 সেকেন্ড পরপর অটো সেভ হয়ে যাবে, তাই ভুল করে বের হয়ে আসলেও, টেক্সট কেটে যাবে না।

৮) বাকিগুলো আপনারাই বের করুন।


কিছু স্ক্রিনশটঃ




ডাউনলোড লিংকঃ

Download Quick edit Pro

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox

আমার পেজে লাইক দিন।(For future Updates & News)

Exit mobile version