Site icon Trickbd.com

প্যাটার্ন লক বা পার্সওয়ার্ড ভুলে গেছেন? no problem, নিয়ে নিন সমাধান…

Unnamed


প্যাটার্ন লক ভুলে গেলেও এই
পদ্ধতিতে আপনি খুলতে পারবেন-


.

♥♥♥…১) প্রথমে আপনার ফোনটি সুইচ অফ
করুন।
.
♥♥♥…২) এবার একইসঙ্গে ফোনের ভলিউম
বাটন, পাওয়ার বাটন এবং
হোমস্ক্রিন বাটন প্রেস করুন।
.
♥♥♥…৩) এবার আপনি স্ক্রিনে ৫টি অপশন
দেখতে পাবেন।
i) Reboot data.
ii) Wipe data/factory reset.
iii) Install update.
iv) Power down.
v) Advance option.
.
♥♥♥…৪) এবার এই ৫টি অপশনের মধ্যে Wipe
data/factory reset অপশনটি সিলেক্ট
করুন। তারপর yes প্রেস করুন। তবে yes
সিলেক্ট করার আগে মনে রাখবেন
আপনার ফোনের আগেকার সমস্ত
ডেটা কিন্তু মুছে যাবে। তাই
সবসময় ব্যাক-আপ নিয়ে রাখবেন,
যাতে এরকম পরিস্থিতিতে পড়লে
আপনার গুরুত্বপূর্ণ কোনও তথ্য
হারিয়ে না যায়।
.
♥♥♥…৫) এবার আপনার ফোনটি নিজে
থেকেই রিস্টার্ট হয়ে যাবে।
রিস্টার্ট হওয়ার পর আপনি আপনার
ফোন আবার আগের মতো ব্যবহার
করতে পারবেন। এবং নতুন প্যাটার্ন
লক দিতে পারবেন।
আজ এ প্রর্যন্তই। আগামীতে আরো
কিছু নতুন ট্রিকস নিয়ে হাজির
হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦…(ফেসবুকে আমি)..♦…♦.