Site icon Trickbd.com

আপনার ফোন কি অরিজিনাল? নাকি ক্লোন/ মাস্টারকপি!! খুব সহজে আপনি দেখে নিন।

Unnamed

বাজারে এখন মাস্টারকপি ফোন আছে। আসল ফোনের অনুরূপ, হুবহু একই। দেখে বোঝা মুশকিল। এজন্য আমরা অনেক সময় ঝামেলাই পড়ি। বেশি ঝামেলাই পড়ি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময়। কারন এটি নন-ব্র্যান্ড বেশি হয়। এজন্য আপনার ফোন অরিজিনাল কিনা দেখে কিনুন।

কিভাবে জানবেন আপনার ফোন অরজিনাল কিনা

  • প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ
    করুন।
  • তারপর আপনার ফোনের IMEI
    নাম্বার দিন নিচের ছবির
    মতো। (আপনার ফোনের IMEI
    নাম্বার পাবেন *#06# প্রেস
    করে)
  • তারপর CHECK এ ক্লিক করুন।
  • অরিজিনাল ব্র্যান্ডের ফোন
    হলে আপনার ফোনের সকল তথ্য
    চলে আসবে। (নিচের ছবির
    মতো)
  • Read More এ ক্লিক করলে আরও
    বিস্তারিত পাবেন।
  • নন-ব্র্যান্ডের বা চায়না
    ফোনের বা ক্লোন বা মাস্টার
    কপির IMEI দিলে কিছু আসবে
    না।
  • এভাবে আপনি আপনার
    ব্র্যান্ডের ফোনের
    অরিজিনাল কপি সিলেক্ট
    করতে পারবেন। (তবে দিনে ৩
    টার বেশি চেক করতে
    পারবেন না)
  • আপনার নিজের পছন্দমত যেকোন ডিজাইনের ওয়েবসাইট তৈরি করে দিনে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।