টাইটেল দেখে কি ভাবছেন ? ট্রজান কি নতুন কোন ভাইরাস ? যা মানুষ কে আক্রান্ত করে ? উত্তর না । কিন্তু হ্যা ট্রজান আপনার কম্পিঊটার , এবং এন্ড্রইড মোবাইলের জন্য খুবই ক্ষতিকারক একটি ভাইরাস , ট্রজান সহজেই আপনার কম্পিউটার এবং আপনার মোবাইলের সিস্টেমে ঢুকে যেতে পারে এবং আপনার ফোনের বারটা বাজিয়ে দিতে পারে, অনেক কারনে আপনার মোবাইলে ট্রজান এ আক্রান্ত হতে পারে গুগলে ট্রজান ভাইরাস সম্পর্কে সার্চ করে দেখতে পারেন , তাহলেই বুঝে যাবেন এইটা কি চিজ ।?
ট্রজান ভাইরাস সাইবার চোর , এবং হ্যকার রা বিভিন্ন এপ গেইম এর মাধ্যমে আপনার ফোনে এট্যাক করে থাকে – এবং অনায়াসে আপনার সব ডাটা চুরি করে নিতে পারে , এবং আপনার ফোনের বারোটা বাজায় দিতে পারে
কি কি কারনে ট্রজান এ আক্রান্ত হতে পারে আপনার এন্ড্রোয়েড মোবাইল ?
প্লেস্টরের ভাইরে থেকে ডাওনলোড করা সফটওয়ার থেকে
বিভিন্ন ডাউনলোড সাইট থেকে ডাউনলোড করতে গেলে কিছু বিরক্তকর ক্লিক বিজ্ঞাপনের থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে যাওয়া ফাইল বা সফটওয়ার থেকে , ইন্টারনেট থেকে , বিসেস করে রূট করা ফোন এই ভাইরাসে বেসি আক্রান্ত হয়ে থাকে
কিভাবে বুঝবেন আপনার মোবাইলটি ট্রজান এ আক্রান্ত ?
ট্রজান একটি খুব শক্তিশালী ভাইরাস , আপনার সিস্টেমকে আক্রান্ত করে এবং আপনার ফোনের সম্পুর্ন কন্ট্রল নিয়ে নেয় , আনেক এপস ব্যবহার করা যায় না , প্লেস্টোরে নেট পায়না,
unfortunately phone has stopped , unfortunately app has stopped ইত্তাদি লেখা গোলো পপআপ উইন্ডো তে এসে এপ্লিকেসন
মোবাইল প্রচুর স্লো হয়ে যায়
প্রচুর পরিমানে বিজ্ঞাপন প্রদরশন করে ইন্সটল করা সব এপস গূলিতে
আপনার ফোনটি বিরক্তকর এবং ব্যবহারের অযুগ্য হয়ে দারায়
ট্রজান কে আপনার ফোন থকে বের করবেন
কিভাবে টরজান খুবি শক্তিসালি একটি ভাইরাস । এই ভাইরাসটি ডিলিট করাও কঠিন , তাহলে কিভাবে করবেন ?কাজ ১ : প্রথমে আপনার মোবাইলের এপস সেটিং এ জান , রানিং এপস এ গিয়ে আপনার সিস্টেম এপস এবং ইন্সটল করা এপ ছারা কোন প্রোগ্রাম রানিং থাকলে সেগুলিকে Force Stop করে ডিসাবেল করে রাখুন , এইবার দেখুন ফোন সান্ত হয়েছে কি না ।
যদি সমস্যা থেকেই যায় তাহলে
কাজ ২: আপনার কাছে কেস্পারস্কাই এন্টিভাইরাস লাইসেন্স ভার্সন আছে ? থাকলে আপনার কেস্পারস্কাই দিয়ে ফোন স্ক্যন করুন এবং ট্রজান ধরা পরলে ডিলিট করে দিন , (কোন ক্লিনার , বা ফ্রি এন্টিভাইরাস দ্বারা এই ভাইরাস রিমুভ হবে না)
কাজ ৩ : যাদের পেইড এন্টিভাইরাস এপ নাই তারা প্লে স্টরে একটি এপ আছে যার নাম (Stubborn Trojan Killer) টরজান কিলার নামের এই এপ টি দিয়েই আপনি টরজান কে ডিলিট করতে পারবেন । ডাওউনলোড লিঙ্ক
কাজ ৪ : মাঝে মধ্যে এই এপটি দিয়েও ডিলিট করা যায় না , কারন যখন ট্রজান আপনার ফোনের সিস্টেমের মাঝে সম্পুর্ন ভাবে মিসে যায় তখন আপনি একটাই কাজ করতে পারেন , আপনার মোবাইল কে ফ্ল্যাশ করে নিন , এটাই হলো সেস সমাধান ! কারন ফ্ল্যসের মাদ্ধমে আপনার সম্পুরন্য সিস্টেমকে মুছে আবার নতুন সিস্টেম দেয়া হয়…
বিদ্রঃ এই পোস্টি শুধু এন্ড্রোয়েড ব্যবহারকারিদের জন্য । কম্পিউটার ল্যপটপ ও এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে – সেক্ষেত্রে কোন সফটওয়ার ডাওউনলোড না করে ভাল হবে আপনার কম্পিউটার সেটাপ করে নিন (কারন ট্রজান আপনার সিস্টেম কে ক্রাস করে)
***এই পোস্ট টা লেখার কারন – আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি , আর হ্যা আমার ফোন ফ্ল্যাশ করতে হয়নি … ট্রজান কিলার দিয়েই কাজ হয়ে গিয়েছিলো****