Site icon Trickbd.com

জাতীয় পরিচয়পত্র নিয়ে সরকারি অ্যান্ড্রয়েড অ্যাপ

Unnamed

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কিংবা কোনো ভুল তথ্য
থাকলে বিপাকে পড়তে হয়। এ নিয়ে নাগরিকদের বিপত্তির শেষ
নেই। কি করতে হবে সেটি জানতেই নির্বাচন কমিশনের
অফিসে দৌড়াদৌড়িতে পেরিয়ে যায় অনেকটা সময়। তবে এবার
অহেতুক সময় নষ্টের হাত
থেকে রক্ষা করবে একটি সরকারি অ্যাপ।

ভুল সংশোধন বা হারিয়ে গেলে কিংবা ঠিকানা পরিবর্তনসহ
আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় জানতে হাতের
স্মার্টফোনটি আপনার সহায়ক হয়ে উঠবে। ফোনের
অ্যাপ্লিকেশনের সাহায্যে জানা যাবে এসব প্রশ্নের উত্তর।

তবে এ জন্য ‘ন্যাশনাল আইডি’ নামের অ্যাপটি ইন্সটল
থাকতে হবে।

এটি বানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য
প্রযুক্তি মন্ত্রণালয় । ফ্রি এ অ্যাপটি অনেক মুশকিল ও
দুশ্চিন্তা কমিয়ে দেবে।

এক নজরে অ্যাপটির ফিচারগুলো

১. এটিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন, ঠিকানা পরিবর্তন
সম্পর্কিত সব তথ্য দেওয়া আছে।

২. হারানোর ফলে নতুন কার্ড প্রাপ্তি, নতুন ভোটার হওয়ার
জন্য করণীয়সহ যাবতীয় তথ্য দেওয়া রয়েছে।

৩. এছাড়া সমস্যা অনুযায়ী আবেদনের জন্য নির্দিষ্ট ফরমও
ডাউনলোড করা যাবে এ অ্যাপ ব্যবহার করে।

৪. ব্যক্তি বা প্রতিষ্ঠান ইসির তথ্য ভাণ্ডারের তথ্য যাচাই

করতে হলে কী করতে হবে- সে উপায়ও
বলে দেয়া আছে অ্যাপটিতে।

অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে এখান থেকেডাউনলোড করা যাবে