Site icon Trickbd.com

কোন প্রকার সফটওয়্যার ছাড়াই Iphone এর মাল্টি টাচ মজা নেন আপনার এন্ড্রোয়েড এ

Unnamed

my 1st Post discovered by me

আমাদের প্রত্যেক এর Android মোবাইল আছে।কিন্তু iphone এর দিকে আমদের ঝোক এখনো বেশি। বিশেষ করে iphone এর বিভিন্ন সিস্টেম এর মজা আমাদের Android এ করতে পারলে আমরা তো মহাখুশি।

#Iphone এর একটি বিশেষ ফিচার হলো যেখানে টাচ করা হয় সেখানে pointer আসে।যদিও এটি এখন Android app -Assestive toch বা Easy touch দ্বারা সম্ভব হতে পারে। তবুও আমি এরকম একটা টিপস উদ্ভাবন করলাম যাতে করে কোন প্রকার App ইউস না করেই এই মজা পাওয়া যায়।
[

সেজন্য ইউজার ভাইকে:-
১))) মোবাইল এর Setting অপশন এ যেতে হবে

২)))তারপর Developer Option এ যেতে হবে।{যদি developer Option না থাকে তাহলে মোবাইল এর settings এ গিয়ে about এ গিয়ে (Lollipop মোবাইল এর জন্য) Software Version এ ৫/৬ বার click করতে হবে। তাহলে Developer option চালু হবে।

৩)))তারপর আবার Setting এ যান Developer Option এ ক্লিক করতে হবে তারপর আপনি অনেক গুলো Option পাবেন।সেখান থেকে Input সিরিয়াল এর SHOW TOUCH নামের একটি অপশন এ ক্লিক করে অন হয়ে যাবে।

এখন মজা লূটুন Iphone এর touch মত।

আমার সাইট