Site icon Trickbd.com

সফটওয়্যার ছাড়া মেমরি কার্ড ফাইল হাইড করুন।

Unnamed

মেমরি কার্ডে আমাদের সবার কিছুনা কিছু গোপন ফাইল থাকে যা আমরা অন্য কাউকে দেখাতে চায়না। এর জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। কোনটি ভাল আবার কোনটি খারাপ। আজকে আমি আপনাদের দেখাবো কি করে সফটওয়্যার ছাড়াই হাইড করা যায়।

প্রথমে যেকোনো ফাইল মেনেজারে ডুকুন এবং যে ফোল্ডার হাইড করতে চান চেপে ধরুন।

তারপর রিনেম অপশনে যান এবং নামের আগে ডট (.)দিয়ে অকে করুন।

দেখুন হাইড হয়ে গেছে।

কিভাবে হাইড ফাইল দেখবেন???

মেমরি কর্ডে ডুকে ফোনের অপশন বাটন চাপুন, দেখবেন ডট সহকারে দেখাচ্ছে। Show Hidden Files এ ক্লিক করুন

আবার হাইড করতে চাইলে ফোনের অপশন বাটনে ক্লিক করে Hide Hidden Files এ ক্লিক করুন হাইড হয়ে যাবে।