Site icon Trickbd.com

আপনার মোবাইলের বার কালার ও অটো চেঞ্জ হবে ললিপপের মত করে

Unnamed

আসসালামুআলাইকুম।
কেমন আছেন সবাই?
আমরা জানি যে এন্ডএড ললিপপ ভার্সনে আপনার বার কালার আপনার মোবাইলের এপ এর কালারের সাথে চেঞ্জ হয়ে যায়।
কিন্তু এইটা জেলিবিন বা কিটকেট এ চেঞ্জ হয় না।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে জেলিবিন বা কিটকেটে আপনার নোটিফিকেশন বার কালার চেঞ্জ করবেন।

আপনার মোবাইল আবশ্যই রুট করা থাকতে হবে।

প্রথমে XPOSED INSTALLER টি ডাউনলোড করে নিন
Xposed Installer.apk
ওপেন করুন এবং framework এ ক্লিক করুন।

তারপর আপডেট এ ক্লিক করুন।

এবং আপনার মোবাইল রিস্টার্ট দিন।
নিছ থেকে Titaned Status Bar ডাউনলোড করে ইন্সটল দিন।

Titaned Status Bar.apk
এখন “xposed installer” ওপেন করে modules এ ক্লিক করুন।এখন দেখবেন আপনার ইন্সটল করা titaned status bar দেখতে পারবেন।ওইখানে বক্স এ টিক দেন।

আবার আপনার মোবাইল রিস্টার্ট দিন।
এবার “titaned status bar” ওপেন করুন।নিচে যান দেখবেন “per app settings” এ দুইটি অপশন দেখতে পারবেন।
১।per app tints(এখান থেকে আপনি প্রতি এপ এর জন্য আলাদাভাবে বার এ কালার দিতে পারবেন।)
২।default settings(এখানে আপনি সম্পূর্ণ মোবাইলের বার কালার চেঞ্জ করতে পারবেন।)

এইবার “default settings” এ ক্লিক করুন।
নেক্সট এ দেখতে পারবেন “default tints” এ ওনেক গুলা অপশন আসেছে।প্রথম টা সিলেক্ট করুন।এবং আপনার পছন্দমত একটা কালার দিন।এতে আপনার বার কালার চেঞ্জ হয়ে যাবে।

তারপর আপনার মোবাইলের বার এর লেখার কালার চেঞ্জ করার জন্য ২য় অপশনটি সিলেক্ট করুন এবং কালার দিয়ে titaned status bar থেকে বের হন।

প্রতিটি এপ এর জন্য আলাদাভাবে কালার সেট করার জন্য ২য় অপশন টি তে গিয়ে আপনার কাংখিত এপ এ ক্লিক করে সর্বপ্রথম অপশন সিলেক্ট করুন।

আপনার কাজ শেষ।

আমার ফাইল মেনেজারের নোটিফিকেশন বার এবং এর কালার টি দেখুন।

কেউ না পারলে কমেন্ট করুন।

পোষ্ট টি কেউ কপি করবেন না।