Site icon Trickbd.com

খুবই আকর্ষনীয় একটি এপস, যা আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারের চেহারাই বদলে দেবে। আরও আকর্ষনীয় করে তুলবে আপনাকে

Unnamed


আমরা আজ কাল বিভিন্ন সোশ্যাল কমিউনিটি
সাইটে (যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি)
প্রোফাইল পিকচার দেয়ার জন্য অনেক
রকম স্টাইল করি এবং প্রোফাইল পিকচার
আমাদের ব্যক্তিত্ব কে ফুটিয়ে তুলতে
সাহায্য করে। প্রোফাইল পিকচার যত সুন্দর
হয় আমাদের বন্ধুর সংখ্যা ততো বাড়তে
থাকে। আর মনটাও আনন্দে ভরে ওঠে।
কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে
সে এক্সেপ্ট করে প্রথমে প্রোফাইল
পিকচার দেখে। তাই প্রোফাইল পিকচার
সুন্দর হওয়া খুবই দরকার।
আজ আমি আপনাদের সাথে এমনই একটি
অসাধারণ ইমেজ এপস নিয়ে আলোচনা
করবো। নামঃ পেন্সিল স্কেচ। খুব ছোট্ট
এপস, মাত্র ২০ মেগাবাইটের। এটির মুল্য ৫০
ডলার, কিন্তু আমি আপনাদের দিচ্ছি একদম ফ্রি

তে। এটি আমি এ মাসেই কিনে নিয়েছি। কিন্তু
শুধু আমার মধ্যে সীমাবদ্ধ না রেখে
আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ফ্রি
ডাউনলোড করে নিন। এটি দিয়ে আপনার যে
কোন ছবিকে হুবহু পেন্সিল আর্টে
পরিবর্তন করতে পারবেন। দেখে মনে
হবে আপনার ছবিটি কেউ এঁকে দিয়েছে।
উপরের ছবিটি লক্ষ করলেই বুঝবেন আমি
কি বোঝাতে চাচ্ছি। এই রকম ছবি শুধুমাত্র
কম্পিউটারে ফটোশপের মাধ্যমে করা যায়
যা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। খুব দক্ষ না
হলে এরকম করা অসম্ভব। আর এই জটিল
কাজটি খুব সহজেই করে দিচ্ছে এই
ছোট্ট মোবাইল এপস টি। এটি খুব দ্রুততার
সহিত আপনার ছবিকে পেন্সিল আর্টে
পরিবর্তীত করে দেবে। আমি নিজেও
আমার ফেসবুকের প্রোফাইল পিকচার এই
এপসের মাধ্যমে পরিবর্তন করে
ফেলেছি। তাই আমার বন্ধু সংখ্যাও অত্যন্ত
বেড়ে গিয়েছে। আমি আপনাদের
আমন্ত্রন করছি একবার হলেও এটি ইউজ
করে দেখুন কি মজা পান। আবার আপনি আপনার
বন্ধুর ছবিকে পরিবর্তন করে চমকে দিতে
পারেন। আর তাকে বলতে পারেন যে
আপনি এটা করেছেন। তাহলে আপনাদের
বন্ধুত্ব আরো গাঢ় হবে আশাকরি।
পরিশেষে একটা কথাই বলবো যে এটা
আপনার ব্যক্তিত্ব কে দ্বিগুণ বাড়িয়ে
দেবে এবং আপনার ক্রিয়েটিভিটি চাঙা করে
তুলবে।
তাহলে দেরি কেনো নিচ থেকে এপসটি, ডাউনলোড করুন

Click here to Download

সবাই ভাল থাকুন এবং সুুস্থ থাকুন,ধন্যবাদ.