বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, আজ ঈদ তাই সবাই ভালো থাকারি কোথা ।
আজ আমি একটি ট্রিক নিয়ে এসেছি, যদি আপনার এন্ড্রোয়েড মোবাইল ভুলেও চুরি হয়ে যায় তারপর কীভাবে আপনার মোবাইলটি খুঁজে পাবেন এ বিষয়ে একটি ট্রিক ।
আশা করি সবাই উপকৃত হবেন ।
অনেকে মোবাইল কোথায় রাখা হয়েছে ভুলে যান অথবা বাসা থেকে চুরি হয়ে গেছে ।
বিশেষ করে যারা ম্যাসে থাকে অথবা বিভিন্ন কাজে নিয়জিত তাদের মোবাইল বেশি চুরি হয় ।
আমার একটি ভাইয়া ঢাকার একটি ওয়ালটন কোম্পানিতে কাজ করে, কয়েকদিন আগে তার মোবাইলটিও এভাবেই চুরি হয়েছে । তাই সব দিক দিয়ে ভেবে দেখলাম এ বিষয়ে একটি যদি ট্রিক থাকতো যেন সবাই সবার মোবাইল চুরি গেলেও ফেরত পায় ।
APS name: Find my mobile.apk
Size: 722 kb
মাত্র ।
তো চলুন এপসটি ডাউনলোড করি । তবে এটি একটি paid এপস তাই গুগল প্লেস্টোরি থেকে নিতে হলে টাকা দিয়ে কিনে নিতে হবে । কিন্তু এপসটি কীভাবে ফ্রি তে নিতে পারবেন তা আমি জানিয়ে দিব ।
এপসটি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন খুব সহজে ।
এখন দেখুন এপসটি কীভাবে কাজ করে
আপনি যখন আপনার সেই মোবাইল এ আগে থেকে সেট করা নির্দিষ্ট টেক্স্ট পাঠাবেন অন্য কোনো নাম্বার থেকে , যদি আপনার আসে পাশে যদি কোথাও থেকে থাকে ফোনটি তাহলে ফুল ভলিউম এ রিং বেজে উঠবে, যদি ফোন সাইলেন্ট করা থাকে তারপর ও |
– যদি আপনার ফোন টি চুরি হয়ে থাকে তাহলে সিম পরিবর্তনের সাথে সাথে আপনি আগে থেকে সেট করা নাম্বার এ ৩ টি S.M.S পাবেন ( যদি আপনার মোবাইল এ GPS চালু থাকে ) S.M.S এ থাকবে গুগল ম্যাপ এর লিঙ্ক, যেখান থেকে আপনি আপনার ফোন এর লোকেশন জানতে পারবেন |
– চিন্তা করছেন যদি চোর GPS চালু না করে ? চিন্তা নেই ডেভেলপার দের বিবরণ অনুযায়ী GPS অটো অন করার সিস্টেমও আছে ।
তো বন্ধুরা, এপসটি কাজে লাগলে অবশ্যই একটি ধন্যবাদ জানাবেন । আর কোন সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না । প্রয়োজনে ফেইবুকে আমি। সবাই ভালো থাকবেন ।