আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
কেমন আছেন সবাই, নিশ্চয় অনেক ভাল
আছেন।
প্রতিবারের মত আজও আপনাদের মাঝে
নতুন কিছু নিয়ে হাজির হয়েছি।
অ্যান্ড্রয়েড ফোনকে মাইক্রোফোন
বানিয়ে স্পিকারে মাইকের মত কথা বলুন
খুব সহজে। প্রথমে এপ্লিকেশনটি
ডাউনলোড করুন তার পর আপনার
মোবাইলে স্পিকারের তারটা লাগিয়ে
দিন ব্যস হয়ে গেল আপনার
মাইক্রোফোন।
এখন যে কোন অনুষ্ঠানে উপস্থাপনার
জন্য এটি ব্যবহার করতে পারবেন। বা
কোন ছোট খাট পার্টিতে ব্যবহার করতে
পারবেন।
Download
বন্ধুগণ, আজ এ পর্যন্তই।
আগামী পর্বে আবারো দেখা হবে নতুন
কিছু নিয়ে সে পর্যন্ত ভাল থাকবেন, সুস্থ
হাফেজ।