আমরা সবাই এখন কম বেশি Android ব্যবহার করে থাকি৷কিন্তু বিভিন্ন সময় personal কিছু Hide করার প্রয়োজন পরে৷আজ আমি বলবো কিভাবে Software ছারা Android এ কোন কিছু হাইড করতে হয়৷
•প্রথমে ফাইলম্যানেজারে প্রবেশ করুন৷এবার যে ফোল্ডার Hide করবেন তা সিলেক্ট করুন ও Rename এ যান ৷
•এবার Rename এ ফোল্ডারের নামের পূর্বে একটি ডট (.) দিয়ে ok করুন৷দেখুন ফোল্ডরটি Already Hidden হয়ে গেছে৷
##এখন ফিরিয়ে আনবেন যেভাবে:
•File manager এ যান>More>show hidden file>আপনার ডট (.) যুক্ত ফোল্ডারটি খুজে বের করুন৷
•এবার সিলেক্ট করুন Rename এ যান ও ডট (.) কেটে ওকে দিন৷এবার ফোল্ডারটি ফিরে এসেছ৷ ##এভাবে সব ফাইল হাইড করতে পারবেন৷পোষ্টটি ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন৷সমস্যা হলে কমেন্টে জানান৷ Trickbd এর সাথেই থাকুন৷ Full credit:foyjullah Torun.