আমাদের অনেকের ফোনের Playstore অ্যাপটি হঠাৎ অকেজো হয়ে পরে,বিভিন্ন error কোড দেখায়।
যার কারনে আমরা অনেক Apps,Games ইন্সটল করতে পারিনা। আসুন আমরা এই সকল সমস্যার SOLUTION করি।
1. অনেক সময় playstore এর উপর অন্য অ্যাপগুলোর বল ক্রিয়া করে। ফলে সমস্যার সৃষ্টি করে।
সমাধান:
Settings>apps>Play store>Forcestop
2.আপনার ফোনে
Airplane mode
চালু করার পর বন্ধ করুন। এতে কাজ হতে পারে।
3.আপনি যদি WiFi Connection এর মাধ্যমে ইন্টারনেট চালিয়ে থাকেন তবে তা On Off করতে পারেন।কারণ অনেকে মনে করেন WiFi এর জন্য এমন সমস্যা হতে পারে।
4. Google Playstore এর
Cache
ক্লিন করুন। এতে সমস্যার সমাধান হতে পারে।5.
Date and Time
সেটিংস ঠিক করুন।6. Proxy অথবা VPN অ্যাক্টিভেট থাকলে তা ডিঅ্যাক্টিভেট করুন।
7.আপনার ফোনটি Reboot করতে পারেন।এতে কাজ হতে পারে।
8.আপনার কোনো অ্যাপ Disable করার কারণেও সমস্যা হতে পারে। তাই
Stettings→Apps→Disabled
গিয়ে যদি কোনো অ্যাপ Disabled থাকে তবে তা Enable করুন।১,৪,১০
ধাপ গুলো Google Play Services অ্যাপটির ক্ষেত্রেও করুন। আর যদি Google Play Services অ্যাপটি Playstore থেকে ইন্সটল করুন।
10. এখনো না হলে App টির Data ক্লিয়ার করুন।
11. তারপরও যদি না হয় তবে Playstore অ্যাপটি Uninstall করে আবার Install করুন।
ভাল থাকুন,সুস্থ থাকুন এবং TRICKBD.COM এর সঙ্গেই থাকুন।
আমার ফেসবুক পেজ Gp WT Codes and Offers