ইন্টারনেট
চালাইনা আন্ড্রয়েড ইউজার এই রকম মানুষ আমার মনে হয় সারা বাংলাদেশে নাই।
আর কম বেশি আমরা সবাই একটা ঝামেলায় পড়ি তা হচ্ছে যে মেগাবাইট দেখি ধরেন ৫৫এম্বি কিন্তু ফেসবুকে বা ট্রিকবিডিতেঢুকার ২মিনিটের মধ্যেই এম্বি শেস বা ১০-২০এম্বি আছে।
কিন্তু আজ যেই এপটা দিব তার নাম। ইন্টারনেট স্পিড মিটার প্রো আর এটার ফিচারগুলো অসাধারণ
একদম নিউ তাই এতে কোন এপ কত এম্বি খাইছে তাউ দেখাইবে।
প্রথমে ওপেন করে স্কিনশট দেখুন,,
আর কোন এপ কত খাইছে তাউ দেখতে পারবেন,,
আমার কোন এপ কোন ডাটা খায়নি তাই কোন এপ এর নাম দেখাচ্ছে না।
এই এপে আপনি উইজেড ও করতে পারবেন আমি করিনি এইটা।
আর এই এপ নোটিফিকেশন বারেও দারুণ ঝলকে পরিবর্তন এনেছে দেখুন।
তাছাড়া আরেকটা সুবিধাউ আছে তা হচ্ছে এটা
Sim1+Sim2 দুই সিমেরই স্পিড দেখাবে যে ডাউনলোড আপলোড স্পিড। তো আরকি এবার এই এপটি ডাউনলোড করুন আর ইঞ্জয় করুন। আর যেকোনো প্রয়জনে আমি ফেসবুকে। সবাইকে ধন্যবাদ কষ্টকরে পড়ার জন্য। আর সবসময় এই টেকজগত মানে ট্রিকবিডির সাথেই থাকুন।