Site icon Trickbd.com

এন্ড্রএড মোবাইলের কাস্টম ফন্ট পালটিয়ে স্যামসাং এর একটি স্টাইলিশ ফন্ট দিন

Unnamed

আসসালামুআলাইকুম।
কেমন আছেন সবাই।আশা করি ভালোই আছেন।

আপনারা সবাই কমবেশি মোবাইলে কাস্টম ফন্ট ইউস করেন।সবাই কিন্তু বিভিন্ন এপ ইউস করেন।তাই,আপনার পছন্দের ফন্ট অনেকেই ইউস করতে পারেন না।

#SAMSUNG তাদের মোবাইলে একটি নতুন স্টাইলিশ ফন্ট দিয়েছে যা তাদের মোবাইলের সেটিংস থেকেই করা যায়।
কিন্তু যাদের স্যামসাং মোবাইল নাই তারা!!!

তাই আমি আপনাদের জন্য ওই ফন্ট টি কালেক্ট করেছি।

ফন্ট টি এই রকম ↓

→ আমার জানা মতে ওই ফন্ট এর নাম “ROSEMARY”

২ ভাবে ফন্ট টি আপনার মোবাইলে সেট করতে পারবেন।
আমি ২ টা পদ্ধতি ই দেখাব।

১ম পদ্ধতি

এর জন্য আপনার মোবাইলে যা থাকতে হবেঃ

১।মোবাইল রুট করা থাকতে হবে।

২।মোবাইলে “cwm” ইন্সটল করা থাকতে হবে।

নিচ থেকে যিপ ফাইল টা ডাউনলোড করে “sdcard” এর রুট ফোল্ডারে রাখুন।
Rosemary Font.Zip

এইবার মোবাইলের রিকবারি মোড এ গিয়ে “install zip from sdcard” সিলেক্ট করুন।তারপর “choose zip from sdcard” সিলেক্ট করুন।আপনার যিপ ফাইল খুজেঁ সিলেক্ট করুন।এবং “yes” দিন।
success দেখালে আপনার মোবাইল রিবুট দিন।

কাজ শেষ।।।।

বি.দ্রঃ

এই পদ্ধতি শুধু তখনি কাজ করবে যখন আপনি আপনার মোবাইলের ডিফল্ট ফন্ট ইউসরত অবস্থায় থাকবেন।
অর্থাৎ,আপনি যদি আগের থেকে কোনো ফন্ট ব্যাবহার করে থাকেন তাহলে এই ফন্ট কাজ করবে না।

উপরের ১ম পদ্ধতি কাজ না করলে ২য় পদ্ধতি অবশ্যই কাজ করবে।

২য় পদ্ধতিঃ

আপনার মোবাইল রুটেড হতে হবে।

নিচ থেকে “FONT INSTALLER” এপ টি ডাউনলোড করে নিন।
Font Installer.Apk

এবং ফন্টটিও ডাউনলোড করে নিন।
Rosemary Font.ttf

ফন্ট ইন্সটলার ওপেন করে “local” এ যান

যেই ফোল্ডারে ফন্ট টি ডাউনলোড করেছিলেন ওই ফোল্ডারে যান।

ওই ফোল্ডার টি সিলেক্ট করুন।
“preview” তে ক্লিক করে প্রিভিউ দেখতে পারবেন।

ওই ফন্ট টি “ইন্সটল” দিন।

মোবাইল রিবুট চাইলে “YES” দিন।

—কাজ শেষ—

কোনো প্রবলেম হলে just কমেন্ট ✌✌✌