Site icon Trickbd.com

[Mega Post] Get android best notepad application!!!!! $7 Apps for free By Shakhawat

Unnamed

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন ট্রিকবিডির পক্ষ থেকে এই কামনা রইলো।

নিচ থেকে App টি নামিয়ে নিন।

Download

ফেসবুকের বদৌলতে কিংবা ইন্টারনেটে
বিভিন্ন ব্লগে সবাই-ই কম-বেশী লেখালেখি
করে থাকেন। এছাড়া এমন অনেকেই আছেন
যারা মাঝে মাঝে কিংবা প্রতিনিয়ত
বিভিন্ন ধরনের গল্প উপন্যাস কিংবা
বিভিন্ন ধরনের লেখালেখি করেন।
আর এই কাজটি অনেকেই স্মার্টফোনে
বিভিন্ন এপ্লিকেশনের মাধ্যমে করে
থাকেন। যেমন ধরুন স্যামসাঙের ফোনগুলোতে
বিল্টইন Memo কিংবা Notes এপ্লিকেশনটি।
কিন্তু এসমস্ত এপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে
বিভিন্ন ধরনের সিমাবদ্ধতা !
আর তার মধ্যে অন্যতম হচ্ছে, নির্দিষ্ট
সংখ্যার বেশী অক্ষর লিখতে না পারে

কিংবা ব্যাকআপিং সিস্টেম না থাকা
ইত্যাদি ইত্যাদি…
আর তাই আপনাদেরই জন্য নিয়ে আসলাম এই
এপ্লিকেশনটি…!
এপ্লিকেশনটির বৈশিষ্ট্য ও সুবিধাঃ
১/ সুন্দর ইন্টারফেস
২/ আনলিমিটেড অক্ষর লেখা
৩/ ডে মোড, নাইট মোড ও সফট্ মোড থিম
নির্বাচন
৪/ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জিং [৯
কালারের]
৫/ সার্চিং সুবিধা
৬/ নোট লক করে রাখা
৭/ সর্টিং অর্থাৎ লেখা arrange করা
– By created time
– By modified time
– By alphabetically
– By (background) color
– By reminder Time
সো বুঝতেই পারছেন জিনিসটা কি !
৮/ রয়েছে List, Details, Grid, Large grid ভিউ
আর এপ্লিকেশন যেটি সবচেয়ে ভালো লাগে
তা হচ্ছে,
৯/ ফেসবুক ব্যাকআপিং
অর্থাৎ আপনার ফেসবুক আইডির সাথে
এপ্লিকেশনটি কানেক্ট করে আপনার
একাউন্টের অধীনে সকল নোট store করে
রাখতে পারবেন।
১০/ আর এছাড়া ও রয়েছে checklist সুবিধা..

আমার সাইট http://Trickmela.com ঘুরে আসবেন।

Exit mobile version