Site icon Trickbd.com

Hacker will be hacked.. See this awesome trick { Anti hack}

Unnamed

দিন দিন হ্যাক কারীর সংখ্যা বেড়েই
চলছে।
এমন অনেকে আছেন যাদের ই-মেইল
আইডি হ্যাক্ড হয়েগিয়ে ছিল,
অনেক কষ্টের পরে ই-মেইল
আইডিটি পাইচেন বাট অনাকেই পারেন নাই ,
মাঝে মাঝে আপনার আইডি ব্যবহার
করে কিন্তু আপনি তা টের পাননা।
এমন প্রমাণ অনেক আছে বলে আজ
আমি আপনাদের সাথে ই-মেইল
হ্যাকারকে সনাক্ত করার জন্য ছোট একটা টিপস্ শেয়ার করছি ।
প্রথমে আপনার জি-মেইলটি সাইন-ইন
করুন।
হ্যাকারকে সনাক্ত করতে বা কে,
কোথায় বা কোন
দেশে থেকে এবং কোন সময়ে আপনার মেইল আইডিটি ব্যবহার করা হয়েছিল

তা জানতে, মানে কোন
আই.পি (ইন্টারনেট প্রটোকল)
ঠিকানা থেকে আপনার মেইল ঠিকনায়
প্রবেশ করেছিলো? তা জানতে Last
account activity এর ডান পাশে Details এ ক্লিক করুন|
Details এ ক্লিক করার পর নতুন একটি পেজ
আসবে। পেজটিতে আপনার
কম্পিউটারের চলমান আই.পি (ইন্টারনেট
প্রটোকল), ঠিকানা এবং গত দশবার কখন,
কত তারিখে, কোন আইপি থেকে আপনার জি-মেইল এ
প্রবেশ
করা হয়েছিলো তা একটি তালিকার
মাধ্যমে দেখাবে।
যদি একই কম্পিউটার বা ল্যাবটপ
থেকে সাইন-ইন করে থাকেন এবং একই কোম্পানীর ইন্টারনেট ব্যবহার
করে থাকেন তাহলে আইপি ঠিকানার
চারটি অংশের মধ্যে প্রথম
দুটি ঠিকানা অভিন্ন থাকবে। আবার
যদি দেখেন যে অন্য
আইপি ঠিকানা থেকে ভিন্ন সময়ে আপনার মেইলে প্রবেশ
করা হয়েছিল এবং সেই
আইপি ঠিকানার বিস্তারিত তথ্য
জানতে চাইলে,
আইপি ঠিকানাটি Copy করে এই এড্রেস
এ যান। তারপর টেক্সটবক্সে আইপি ঠিকানাটি Paste
করে দিয়ে ip whois এ ক্লিক করুন।
তাহলে তাদের ঠিকানা, ফোন নং,
তাদের মেইল আইডি সহ আরো অনেক তথ্য
আপনি জানতে পারবেন।