যারা রুট ইউজার তারা অনেকেই বিভিন্ন সফটওয়্যার বা Build.Prop ফাইল ইডিট করে ফোনে নেভিগেশন বার এনেছেন। কিন্তুু এতে আপনার ফোনের ডিফল্ট নেভিগেশন বার থেকে যায়। আজকে আমি আপনাদের শিখাবো কি করে ডিফল্ট নেভিগেশন বার বন্ধ করবেন।
♠রুট ফোন।
♠ Root Browser.
♦প্রথমে Root Browser এ ডুকুন।
♦System নামক ফোল্ডারে ক্লিক করুন।
♦ একটু নিচে দেখুন Usr নামে ফোল্ডার আছে ক্লিক করুন।
♦ Keylayout ফোল্ডারে ক্লিক করুন।
♦ Generic.kl ফোল্ডারে ক্লিক করে ওপেন করুন।
♦ এইবার Key 139 Menu, Key 158 Back , key 172 Home খুজে বের করুন ।
♦ এবার সবগুলো Key এর আগে # চিহ্ন যুক্ত করুন। # চিহ্ন এর পর স্পেস দিবেন না
এবারে [#key 139 Menu, #Key 158 Back, #Key 172 Home[/b]
♦ সেভ করে ফোন রিবুট দিন। দেখবেন ডিফল্ট নেভিগেশন বার আর কাজ করছে না।