কেমন আছেন বন্ধুরা ? ভালো থাকলেই ভাল। আজ আমি দেখাব দুনিয়ার সব সেটে কিভাবে কাস্টম রম ইন্সটল করবেন। আপনাদের যাদের ললিপপ আপডেট বা নতুন সেট নাই তাদেরও এখন আর সমস্যা নাই। কারন আপনাদের অফিশিয়াল রম ভালো না হলেও আছে কাস্টম রম। আর যদি এই রম কিভাবে ইন্সটল করতে হয় তা না জানেন তবে কাস্টম থেকে ল্যাব কি। নতুন সেট দিয়া বন্ধুরা ভাব দেখালেও এখন আর সমস্যা নাই। তবে চলুন শুরু তাহলে করা যাক।
তো চলুন শুরু করিঃঃ
Recovery Update এ যান।
recovery.img সিলেক্ট করুন।
OK সিলেক্ট করুন।
OK সিলেক্ট করুন। এবার আপনার সেট রিবুট হবে কিন্তু আপনার আসল রম এ অন হবে না। বরং নতুন রিকভারি মোডে অন হবে। টাচ কাজ করবে না। আপনাকে ভলিউম আপ,ডাউন আর পাওয়ার বাটন দিয়া কাজ করতে হবে। ভলিউম আপ আর ডাউন হলো উপর নিচ আর পাওয়ার বাটন হলো সিলেক্ট।
Install zip from sdcard এ যান।
Choose zip from sdcard এ যান। এবার আপনার ডাউনলোড করা কাস্টম রমটি সিলেক্ট করুন। খেয়াল রেখেন যে কাস্টম রম টা যেনো .zip ফাইল এ থাকে।
আমার ক্ষেত্রে আমি আমার ডাউনলোড করা কাস্টম রম ইউস করছি।
Yes সিলেক্ট করুন। সিলেক্ট করলেই ইন্সটল শুরু হবে।
ইন্সটল শেষ। এবার Go Back সিলেক্ট করুন।
Reboot system now সিলেক্ট করলেই আপনার সেট রিবুট নিবে আর আপনার কাজ শেষ।