Site icon Trickbd.com

[Requested] স্টক রম ফ্ল্যাশ করার পদ্ধতি [ ফুল টিউটোরিয়াল] By Shovo

Unnamed

নানা কারনে আপনার স্মার্ট ফোনটি ব্রিক করতে পারে। তখন স্টক রম ফ্ল্যাশ করতে হয়। আজকে এই পোস্টে দেখানো হবে কিভাবে সহজেই রম ফ্ল্যাশ দেয়া যায়।
★★★যা যা লাগবে★★
১/SP Flash Tool
২/আপনার মোবাইলের ড্রাইভার
ইন্সটল থাকতে হবে আপনার পিসি
তে ।
৩/আপনার ফোনের স্টক রম।

★★যেভাবে স্টক রম ফ্ল্যাশ করবেনঃ
১/ প্রথমে USB Driver ইন্সটল করে নিন ।
২/ ফোনটি অফ করে ব্যাটারি খুলে
ফেলুন ।
৩ /স্টক রমটি এক্সট্রাক করে নিন ।
৪/ SP Flash Tool ডাউনলোড করুন
৫/ SP Flash Tool ফোল্ডারের থেকে sp tool.exe ওপেন করুন ।


৬/ Scatter-loading এ ক্লিক করে
scatter_emmc.text ফাইলটি সিলেক্ট করুন।

৭/ এবার দেখুন sp tool এর নিচে সব গুলো option টিক দেওয়া আছে কি না । না থাকলে সব গুলো option টিক দিয়ে দিন।

৮/ Firmware->Upgrade এ ক্লিক করুন ।

৯/ মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে
ফেলুন আর USB cable দিয়ে পিসির
সাথে কানেক্ট করুন ( আপনার
ফোনটি কম্পিউটার এ সংযোগ
দিতে ভলিউম আপ এবং ভলিউম
ডাউন বাটন প্রেস করুন )
১০/সবকিছু ঠিক মত করলে অটো
ফ্ল্যাশ শুরু হবে ।
১১/ ঠিক মত ফ্ল্যাশ হয়ে গেলে সবুজ
গোল সিগন্যাল দেখাবে ।

১২/ এবার sp tool ভাল ভাবে close করে usb ডিসকানেক্ট করুন ।
১৩/ ফোন on করুন । প্রথম অবস্থায়
মোবাইল চালু হতে ৫/৬ মিনিটের
মত সময় নিবে।
ধন্যবাদ সবাইকে।
ফেসবুকে আমি
Exit mobile version