Site icon Trickbd.com

ভালো মানের এন্টিভাইরাস এপ ব্যবহার করুন মোবাইল কে বাচান।সেই সাথে নিয়ে নিন AVG ANTIVIRUS PRO

Unnamed

আস সালামু আলাইকুম। আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।

আমার ১৬শ পোস্ট এ শুভেচ্ছা।
আপনি যদি এই পোস্ট জানেন তবে পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না প্লিজ।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।

ভাইরাস ও এন্টিভাইরাস এর সাথে সবাই পরিচিত। কারন একটা আমাদের ক্ষতি করে আর অন্যটা সমাধান দেয় ।তেমনি এন্ড্র য়েড এ ভাইরাস ঢুকতে পারে।আর আমাদের মুল্যবান তথ্যের ক্ষতি করতে পারে।তাই সবাইকেই এন্টিভাইরাস এপ ব্যবহার করতে হয়।

এইসব এপ ব্যবহার করলেই বুঝবেন কতটা জরুরি।আমি সবাইকেই সাজেস্ট করবো সবাই কোন না কোন এন্টিভাইরাস এপ ব্যবহার করবেন। নয়তো যেই যুগ এসেছে ভাইরাস এখন ইন্টারনেট এ ও আমাদের জন্য অপেক্ষা করে আছে কখন ঢুকবে আর আমাদের তথ্য গ্রাস করবে।
তাই ভালো মানের এন্টিভাইরাস এপ ব্যবহার করুন।

এখানে যেয়ে ডাউনলোড করুন

অথবা না পারলে,

ডাইররেক্ট ডাউনলোড করতে এখানে যান
এই লিংক এর ডাউনলোড করা এপ আমার পরিক্ষিত।

AVG ANTIVIRUS খুব জনপ্রিয় অ্যান্টিভাইরাস এপ।

আর এটার প্রো ভার্সন এ কয়েকটা ফিচার থাকে যা খুবই দরকারি।

অনেক Android ফোন এ ভাইরাসজনিত প্রব্লেম দেখে দেয়।তাই সবারই জরুরি ফোন কিনার পর পরই ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করা।AvG antivirus pRo তে আপ্নি অনেক সুবিধা পাবেন। এমনকি এপ বুস্ট, বেটারি সেভার ইত্যাদি সুবিধা আছে।

যদিও বুঝানোর কিছু নাই তবুও আমি আমার কয়েকটি স্কিনশট দিচ্ছি।

স্কেনিংঃ


রেসাল্ট এলে এখান থেকে সমাধান করবেন।(আমার কয়েকটা ট্রোজান মেলওয়ার দেখা যাচ্ছে/আপনাদের যদি এরকম হয় তাহলে ট্রিকবিডি তে একক্টা ভাইয়ার পোস্ট আছে ঐটা দেখে সমাধান পাবেন।)

এন্টি থিফট তো সবেচেয়ে জরুরী ফিচার


তাছাড়া সেটিংসস এ গিয়ে নিজে কিছু কাসটোমাইজ করে নিবেন।

মেমরি ক্লিন সুবধা,বূস্ট সহ অনেক সুবিধা পাবেন।আর কি বলবো বুঝানোর কিছু নাই।তবু যতটুকু পারছি লিখলাম।তবূ আপনাদের কোন সমস্যা হলে বলবেন।

কোন প্রকার প্রশ্ন থাকলেঃ-
আমার ফেসবুক আইডি তে যোগাযোগ করুন।

আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ

দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু দিতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।

আস সালামু আলাইকুম।
আল্লাহ হাফিয।