অনেক আগের থেকেই শোনা যাচ্ছিল স্মার্টফোনে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার পিছনে ফেইসবুক অ্যাপও দায়ী। গত বছর ফেইসবুক তাদের অ্যাপ হালনাগাদ করলে সমস্যাটা কিছু কমে যায়। তবে নতুন গবেষণায় দেখা গেছে, অ্যাপটি স্মার্টফোনের ব্যাটারির অন্তত ২০ শতাংশ চার্জ একাই শেষ করে!
টেক ওয়ার্ল্ড জোন সম্প্রতি নেক্সাস ৬পি মডেলের হ্যান্ডসেটে ফেইসবুক অ্যাপ পরীক্ষা করে। এতে দেখা যায়, ফেইসবুক অ্যাপ স্মার্টফোনটি থেকে মুছে ফেললে প্রতিদিন ২০ শতাংশ অধিক ব্যাটারি ব্যাকআপ থাকে। এমনকি চার্জিং সমস্যা দূর করতে ফেইসবুক অ্যাপটি মুছে ফেললে ফোনের পারফরমেন্সও উন্নত হয়।
অ্যান্ড্রয়েডের নিজস্ব ব্যাটারি স্ট্যাটসে ফেইসবুক অ্যাপ কি পরিমান ব্যাটারি খরচ করতে তা না দেখালেও দেখা গেছে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডেও চলে। এমনকি ফোনটি অফলাইনে থাকলেও। যদিও দ্রুত ফেইসবুক ওপেন করা ও নোটিফিকেশন দেখানোর সুবিধার্তে এমনটি করা হয়েছে।
এ বিষয়ে ফেইসবুক জানিয়েছে, বিষয়টি নিয়ে ফেইসবুক কাজ করছে।
আপনি যদি অধিক ব্যাটারি ব্যাকআপ চান তাহলে ফেইসবুক অ্যাপটি ফোন থেকে মুছে ফেলুন ও ফেইসবুক ব্যবহার করতে ব্রাউজারের মাধ্যমে ফেইসবুক মোবাইল সাইট ভিজিট করুন।
Share Post নিয়ে নিন Google অ্যানালিটিকস Apps আপনার প্রিয় Android ফোনে