Site icon Trickbd.com

এবার থেকে MX Player দিয়েই Slow Motion এ Video দেখুন(with Screenshot)-by only Alvi

Unnamed

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভাল, কারণ আপনারা TrickBD এর সাথে আছেন। আর TrickBD এর সাথে থাকলে অবশ্যই ভাল থাকবেন।

#চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক। আমরা Video কে Slow Motion এ চালানোর জন্য অনেক App ব্যবহার করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে শধুই সময় নষ্ট,কাজের কাজ কিছুই হয় না। আর হাতের কাছে এত ভাল উপায় থাকতে অন্য App কেন ব্যবহার করবো?

#এবার থেকে MX Player দিয়েই যেকোনো video কে Slow Motion এ চালাতে পারবেন। এমনকি Fast Mode এও চালাতে পারবেন। এজন্য প্রয়োজন শুধু একটা Latest MX Player। আর যেভাবে করবেন-
(১)প্রথমে MX Player দিয়ে Video চালান।
(২) তারপরে SW decoder select করুন ।
(৩)তারপরে MX Player এর 3 dot মেনুতে Click করুন।
(৪) অত:পর Play লেখায় Click করুন।
(৫)পরে Speed লেখায় Click করুন।
(৬) সবশেষে একটি Floating Window আসবে। ওই Window এর (-) বিয়োগ চিহ্নে Click করে Slow এবং (+) যোগ চিহ্নে Click করে Fast Motion এ Video চালান।

#যারা বোঝেন নি, তারা Screenshots গুলো দেখুন-

(১)
(২)
(৩)
(৪)
(৫)
(৬)

আজকে এই পর্যন্তই। আরেকবার দেখা হবে অন্য কোনো Trick পেলে। এই পোষ্ট অন্য কোথাও কেউ করে নি। তাই কপি করবেন না, করলে Credit দিতে ভুলবেন না।